Logo
HEL [tta_listen_btn]

নারায়ণগঞ্জে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৪২

নারায়ণগঞ্জে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৪২

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও ৪২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে আরও ২ জনের। ৭ জুলাই (মঙ্গলবার) নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। ৭ জুলাই (মঙ্গলবার) স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যানুসারে, গত ২৪ ঘন্টায় (৬ জুলাই সকাল ৮টা হতে ৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত) জেলায় ৩৪১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট নমুনা সংগ্রহ হলো ২৬,৭৭১ জনের। নতুন ভাবে আক্রান্ত হয়েছেন ৪২ জন, মোট আক্রান্ত ৫,৩৮৫ জন। মোট সুস্থ ৪০০৪ জন। নতুন করে মৃত্যু হয়েছে আরও ২ জনের, মোট মৃত্যু ১১৯ জন। নতুন তথ্যানুসারে এলাকা ভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো, আড়াইহাজার উপজেলায় ৫১১, বন্দর উপজেলায় ১৯৬, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ১৮৮৯, রূপগঞ্জ উপজেলায় ১০৪০, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১২৭৭ ও সোনারগাঁ উপজেলায় ৪৭২ জন। পুরো জেলায় ৫৩৮৫ জন। এলাকা ভিত্তিক এ যাবৎ প্রাণ হারিয়েছে, আড়াইহাজার উপজেলায় ৪, বন্দর উপজেলায় ৩, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৬৪, রূপগঞ্জ উপজেলায় ১০, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২২ ও সোনারগাঁ উপজেলায় ১৬ জন। পুরো জেলায় ১১৯ জন। এলাকা ভিত্তিক সুস্থের সংখ্যা হলো, আড়াইহাজার উপজেলায় ৪০২, বন্দর উপজেলায় ১২১, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ১৪১৪, রূপগঞ্জ উপজেলায় ৭০১, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১০৩১ ও সোনারগাঁ উপজেলায় ৩৩৫ জন। পুরো জেলায় ৪০০৪ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com