Logo
HEL [tta_listen_btn]

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

 

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ সদর উপজেলার চারটি প্রতিষ্ঠানকে পণ্যের মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করার অপরাধে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিদপ্তর। রবিবার (১২ জুলাই) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাজী আহসানুল্লাহ সুপারমার্কেট ও রূপালি সুপার মার্কেটে ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক সেলিমুজ্জামানে নেতৃত্বে অভিযান চালিয়ে ওই চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। বাজার অভিজানে উপস্থিত থেকে সহযোগিতা করে জেলা পুলিশ ও ক্যাব। অভিযান প্রসঙ্গে সেলিমুজ্জামান জানান, হাজী আহসানুল্লাহ সুপারমার্কেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যে ও প্যাকেটজাত পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করার অপরাধে মেসার্স ভাই ভাই মসলা বিতানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা মোতাবেক ৫ হাজার টাকা, মেসার্স নুর ট্রেডার্সকে ৩৮ ধারা মোতাবেক ৫ হাজার এবং মেসার্স খান ট্রেডার্সকে ৫১ ধারায় ৫ হাজার টাকা এবং রুপালি সুপার মার্কেট এ অবস্থিত মা অপটিকস এন্ড মেডিসিনের দোকানকে ফিজিসিয়ান সেম্পল বিক্রি করার অপরাধে ৩৭ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com