Logo
HEL [tta_listen_btn]

নারায়ণগঞ্জে করোনায় আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ২৩

নারায়ণগঞ্জে করোনায় আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ২৩

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৬৯৮ জনে। জেলায় নতুন করে করোনায় সদর উপজেলার আরও ১ জনের মৃত্যু হয়েছে, মোট মৃত্যু ১২৩ জনের। শুক্রবার (১৭ জুলাই) নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সিভিল সার্জন অফিসের তথ্য মতে, নারায়ণগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৫,৬৭৫ জন। মোট সুস্থ ৫০৪৭ জন। মোট মৃত্যু ১২২ জন। ১৭ জুলাই (শুক্রবার) স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যানুসারে, গত ২৪ ঘন্টায় (১৬ জুলাই সকাল ৮টা হতে ১৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত) জেলায় ১৮৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট নমুনা সংগ্রহ হলো ২৯,৫২২জনের। নতুন আক্রান্ত হয়েছেন ২৩ জন, মোট আক্রান্ত ৫,৬৯৮ জন। মোট সুস্থ ৫০৪৭ জন। নতুন করে মৃত্যু ১ জনের, মোট মৃত্যু ১২৩ জন। নতুন তথ্যানুসারে এলাকা ভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো, আড়াইহাজার উপজেলায় ৫৪৩, বন্দর উপজেলায় ২২৫, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ১৯৭৪, রূপগঞ্জ উপজেলায় ১১৩৫, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১৩২৫ ও সোনারগাঁ উপজেলায় ৪৯৬জন। পুরো জেলায় ৫,৬৯৮ জন। এলাকা ভিত্তিক সুস্থের সংখ্যা হলো, আড়াইহাজার উপজেলায় ৪৭৯, বন্দর উপজেলায় ১৭৮, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ১৭৬১, রূপগঞ্জ উপজেলায় ১০০৬, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১১৮৬ ও সোনারগাঁ উপজেলায় ৪৩৭ জন। পুরো জেলায় ৫০৪৭ জন। এলাকা ভিত্তিক এ যাবৎ প্রাণ হারিয়েছে, আড়াইহাজার উপজেলায় ৪, বন্দর উপজেলায় ৩, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৬৭, রূপগঞ্জ উপজেলায় ১০, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২৩ ও সোনারগাঁ উপজেলায় ১৬ জন। পুরো জেলায় ১২৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com