Logo
HEL [tta_listen_btn]

দায়িত্বে কঠোর হলেও সাদা মনের মানুষ এএমএম হুমায়ুন কবীর!!

 দায়িত্বে কঠোর হলেও সাদা মনের মানুষ এএমএম হুমায়ুন কবীর!!

 

 

রায়হান হোসাইন,চট্টগ্রাম ব্যোরো প্রধান  :

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ এর উপ পুলিশ কমিশনার (পশ্চিম) এএমএম হুমায়ুন কবীর সাদা মনের মানুষ বলে আখ্যায়িত করেন সিএমপি’র এক পুলিশ সদস্য। সিএমপি’র এডিসি (পশ্চিম) যোগদানের পরবর্তীকাল হতে অদ্যবধি মাদক, অস্ত্র, চোরাচালানসহ বহু অপরাধ দমনের অভিযান নিজে উপস্থিত থেকে পরিচালনা করেন। পশ্চিম জোনের অন্তর্ভূক্ত থানা অফিসার ইনচার্জদের সাথে নিয়ে মাদক, অস্ত্র, জুয়া ও নানান অপরাধ দমনের জন্য বিশেষ টিম গঠন করেন। এ ব্যাপারে জানতে চাইলে তিনি আমাদের বলেন, জনসাধারনের যে কোন অভিযোগ স্বাচ্ছন্দেই বিনা দ্বিধায় আমার নিকট জানাতে পারবেন এবং আমি তা তাৎক্ষনিক তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের মাধ্যমে সাহায্য করার যথাসাধ্য চেষ্টা করবো। তিনি আমাদের আরোও জানান, পূর্বে আমি সিএমপিৎর ডিবি (পশ্চিম) এবং তারও পূর্বে কাউন্টার টেরোরিজম এ এডিসি হিসেবে দায়িত্বে ছিলাম। দায়িত্ব পালনে আমি সর্বদা জনসাধারণের পক্ষেই কাজ করার চেষ্টা করেছি। গত 16/07/2020ইং তারিখে কিশোর মারুফ হত্যার ঘটনাটিকে কেন্দ্র করে এসআই সাসপেন্ড এর বিষেয় স্থানীয় একজন ব্যবসায়ী (নাম প্রকাশে অনিচ্ছুক) আমাদের বলেন, ওনি নিঃসন্দেহে একজন সাদা মনের মানুষ এবং যে কোন অপরাধীদের ব্যপারে তিনি তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করেন। সর্বোপরি এ ব্যাপারে বলা যেতেই পারে নিঃসন্দেহে অতিরিক্ত পুলিশ কমিশনার (পশ্চিম) এএমএম হুমায়ুন কবির একজন ভালো মানের মানুষ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com