Logo
HEL [tta_listen_btn]

কেশবপুরে মাস্ক না পরায় ২০ পথচারীকে জরিমানা

কেশবপুরে মাস্ক না পরায় ২০ পথচারীকে জরিমানা

আবুল বাশার কেশবপুর যশোর সংবাদদাতা  :
যশোরের কেশবপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ জন ব্যাক্তিকে ৬০০০ টাকা জরিমানা আদায় করলেন কেশবপুর উপজেলা সহকারী (ভূমি)  কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা। আজ ৪ অক্টোবর মঙ্গলবার বিকালে কেশবপুর  বাজারের ত্রিমোহনী মোড় ও থানার মোড়সহ বিভিন্ন এলাকায় মাস্ক ব্যবহারের না করায় এ জরিমানা আদায় করেন।  কেশবপুর  উপজেলার  ভূমি অফিসের অফিস সহকারী রেজাউল করিম তারু বর্ণমালা ৭১ কে জানান,  মাস্ক  ব্যবহার না করায়  ভ্রাম্যমাণ আদালত  মাধ্যমে জরিমানা আদায় করা হয়। জরিমানা প্রদানকারীরা হলেন আবু রায়হান, পিতা মিজানুর রহমান, সাবদিয়া, কেশবপুর ২০০টাকা, আবু সাঈদ পিতা আবদুল হামিদ হাসাডাঙ্গা, মনিরামপুর ২০০ টাকা, মোঃ ফিরোজ হোসেন, পিতা: আব্দুস সাত্তার শেখ ২০০ টাকা কেশবপুর, শাবুল,পিতা: নিছার, সাতবাড়িয়া, কেশবপুর, ৫০০টাকা, রাব্বী হাসান পিতা: বাজিদপুর, কেশবপুর ,  ২০০ টাকা, মাসুদ মোড়ল পিতা: আবু সাঈদ, মজিদপুর, কেশবপুর ২০০ টাকা, আলী হাসান, আব্দুল রাজ্জাক, প্রতাপপুর, কেশবপুর ২০০ টাকা, বাপ্পা বসু পিতা: শ্যামল , বালিয়াডাঙ্গা ৫০০ টাকা, রবিউল ইসলাম পিতা: ওহাব, চালুহাটি মনিরামপুর ৫০০ টাকা, সেলিম হোসেন পিতা: আব্দুল আজিজ কেশবপুর ২০০টাকা, আব্দুর রহমান পিতা: আবু বক্কর, বড়েঙ্গা, কেশবপুর, যশোর ৫০০ টাকা, জাহিদ, পিতা: গোলাম মোস্তফা, কাশিমনগর ২০০টাকা,শহিদ , পিতা নূর আলী, তালা ২০০টাকা,  ওলিয়ার রহমান , মধ্যকুল, কেশবপুর ২০০ টাকা,‌ আজাদ, পিতা: হক ভোগতী, কেশবপুর ৫০০ টাকা, আসাদ উজ জামান, পিতা: সিরাজুল ইসলাম ৫০০ টাকা, ইউনুস পিতা: সেকের আলী, কন্দপুর, কেশবপুর আলী ২০০, আজিজুর রহমান, আব্দুল খালেক, মির্জাপুর, কেশবপুর ২০০ টাকা, আমিনুর রহমান , কোমরপোল, কেশবপুর ২০০, বোরহান, জসিম উদ্দিন, পাথরা ২০০টাকা।উল্লেখ্য গত ৩১ জুলাই তারিখে ২০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়। ইতিমধ্যে কেশবপুর উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১১৭ জন, মৃত্যুর সংখ্যা ৩ জন । তাই এই ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে কেশবপুরের সচেতন সমাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com