Logo
HEL [tta_listen_btn]

বার্লিনে স্বাস্থ্যবিধি না মেনে করোনাবিরোধী মিছিল ১৩০ জন গ্রেপ্তার 

বার্লিনে স্বাস্থ্যবিধি না মেনে করোনাবিরোধী মিছিল ১৩০ জন গ্রেপ্তার 

আন্তর্জাতিক ডেক্স :

বার্লিনে স্বাস্থ্যবিধি না মেনে করোনাবিরোধী মিছিল করায় ১৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কাজনক সময়ে এ ধরণের বেপরোয়া কর্মসূচির বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন অনেকে। ডয়েচে ভেলে বাংলা জানায়, শনিবার করোনাকে ‘বিল গেটসের ষড়যন্ত্র’ বলে দাবি করে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে বার্লিনের রাস্তায় মিছিল করেছেন অন্তত ২০ হাজার মানুষ। উগ্র ডানপন্থি, উগ্র বামপন্থি এবং ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসীদের আহ্বানে ব্রান্ডেনবুর্গ গেটের সামনে হওয়া এ মিছিল সরাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। এতে ৪৫ জন পুলিশ কর্মকর্তা আহত হন। তিনজনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। এক বিবৃতিতে বার্লিন পুলিশ জানায়, আয়োজকরা মোট ১০০০ জনের সমাবেশের অনুমতি নিলেও সমাবেশে অংশ গ্রহণকারীর সংখ্যা ২০০০০ ছাড়িয়ে যায়। সমাবেশস্থল থেকে পুলিশের কাজে বাধা দেয়া, শান্তিভঙ্গ করা এবং অসাংবিধানিক প্রতীক প্রদর্শনের অভিযোগে ১৩০ জনকে গ্রেপ্তারের কথাও জানিয়েছে পুলিশ। ইউরোপের বিভিন্ন স্থানে করোনা সংক্রমণ শুরু হয়েছে নতুন করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার স্বার্থে স্বাস্থ্যবিধি মানা দরকার হলেও মাস্ক না পরে, শারীরিক দূরত্ব বজায় না রেখে এমন সমাবেশের তীব্র নিন্দা জানিয়েছন বার্লিনের মেয়র মিশায়েল ম্যুলার। জার্মানির অর্থমন্ত্রী পেটার আল্টমায়ারও মনে করেন, স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া উচিত। স্বাস্থ্যবিধি না মেনে করোনা-বিরোধী সকল ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভের বিরোধিতাও হয়েছে। ডয়চে ভেলের প্রতিনিধি লেয়নি ভন হামারস্টাইন জানান, সেই সমাবেশে সবাই মাস্ক পরেছেন, সামাজিক দূরত্বও বজায় রেখেছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com