Logo
HEL [tta_listen_btn]

মাস্ক না পড়ায় না’গঞ্জ আদালত পাড়ায়  আইনজীবীসহ ১৪ জনকে জরিমানা

মাস্ক না পড়ায় না’গঞ্জ আদালত পাড়ায়  আইনজীবীসহ ১৪ জনকে জরিমানা

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ আদালত পাড়ায় সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহার না করায় দুই আইনজীবীসহ মোট ১৪ জনকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ আগস্ট) দুপুরে সাধারণ মানুষকে সচেতন করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ৫ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন। তারা হলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম, ফারজানা আক্তার, পলাশ কুমার দেবনাথ, কামরুল হাসান মারুফ ও নাছরিন আক্তার। নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম জানান, সরকারি নিদের্শনা অনুযায়ী আদালতের কার্যক্রম শুরু করা হয়েছে এবং এ স্থানটিতে সব সময় লোকসমাগম হয়। তাই জেলা প্রশাসনের পক্ষে সাধারণ মানুষের মাঝে করোনাভাইরাস সচেতনতা, সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহার নিশ্চিতের লক্ষ্যে দুপুরে একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাস্ক না পড়ে খোলামেলা চলাচলের অপরাধে অ্যাড. আব্দুল মান্নান ও অ্যাড. সুজন প্রধানসহ ১৪ জনকে ১০০ টাকা করে ১ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com