আড়াইহাজার (নারায়ণগঞ্জ)সংবাদদাতা :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আজ বুধবার বিকাল ৪টার দিকে একটি মসজিদ মার্কেটের ছাদ থেকে সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবকের গলা ও কব্জি কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার গলার অগ্রভাগের কিছু অংশ ও দুই হাতের কব্জি কাটা অবস্থায় ছিল। তিনি গোপালদী বাজারের মনির ফামের্সীতে কাজ করতেন। তবে ঈদের আগে ছুটিতে গিয়ে কর্মস্থলে ফিরেনি। তিনি স্থানীয় বিশনন্দী এলাকার ওসমান গণির ছেলে। তিনি গোপালদী বেপারীপাড়ার উলুকান্দি এলাকায় নানা বাড়িতে থাকতেন। তার নানার নাম বাতেন মিয়া। স্থানীয়রা জানান, গোপালদী বাজার মার্কাস জামে মসজিদের তিনতলা ভবনের ছাদে লাশটি পড়েছিল। মৃতের দুই হাতের কব্জি ও গলার অগ্রভাগে ধাঁরালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, গোপালদী মসজিদ মার্টেকের তিনতলা ভবনের ছাদ থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার হাতে ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে। তা সঠিকভাবে জানাতে পারেনি তিনি
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।