কামরুজ্জামান ফরিদগঞ্জ সংবাদদাতা :
সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে ফরিদগঞ্জে দ্বিতীয় দফায় বৃদ্ধা ও স্কুল মাষ্ঠারসহ সাতজনকে ঘরে ঢুকে কুপিয়ে জখম করেছে স্থানীয় ভাড়াটে সন্ত্রাসীরা। এতে আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। বার বার সন্ত্রাসী কায়দায় হামলার শিকার হয়ে এক প্রকার অসহায় জীবন যাপন করছে পরিবারটি। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাতে উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের চরদুখিয়া গ্রামের মিজি বাড়িতে।
সন্ত্রাসীদের হামলায় আহতরা হলেন হালিমা খাতুন (৭০), আমিন উল্লাহ, সাহিদা বেগম (৩০) মনজুর হোসেন (২২), শারমিন আক্তার(২৫), নাজনীন আক্তার(১৬),আলিমের নেছা (৬০), আহত আমিনুল্লাহ জানান, আব্দুল আউয়াল এর স্বজনদের(ওয়ারিশ) কাছ থেকে চরদুখিয়া মৌজায় প্রায় ৪০ শতক জমি ক্রয় করে দলিল মূলে মালিকানা দাবি করে। আব্দুল আউয়াল গং খরিদা সম্পত্তি দিতে অস্বীকৃতি জানায় এবং আমাদের মেরে রক্তাক্ত জখম করে। বিষয়টি থানায় অভিযোগ আকারে জানালে সুরাহার আশ^াস দিলেও পুলিশ প্রশাসন কোন পদক্ষেপ নেয় নি। পশ্চি চরদুখিয়া এলাকবাসী জানায়, গতকাল এ নিয়ে দু পক্ষের মধ্যে আবারও বিবাদ বাধে এবং আব্দুল আউয়াল গং ক্ষুব্ধ হয়ে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে শনিবার দিনে-দুপুরে দেশী অস্ত্র দিয়ে ঘরে প্রবেশ করে আমিনুল্লার পরিবারের উপর হামলা চালায়। এতে ঘরে থাকা বৃদ্ধ হালিমা বেগম সহ ৭ জন আহত হয় বর্তমানে তারা চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে। আব্দুল আউয়ালের ভাড়াটে সন্ত্রাসী জামাল হোসেন রায়পুর উপজেলায় হত্যা মামলার আসামি। এ বিষয়ে আব্দুল আউয়াল গংদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও কেউ এ বিষয়ে কথা বলতে রাজী হয়নি।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব বলেন এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।