শহর সংবাদদাতা:
শহরে এক রিকশাচালককে অজ্ঞান করে রিকশা ছিনতাইয়ের চেষ্টা করেছে মলম পার্টির সদস্যরা। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে শহরের ৩ নম্বর মাছ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের ৩ নম্বর মাছ ঘাটের দিকে একজন রিকশাচালককে অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। তাকে অজ্ঞান করে তার রিকশা নিয়ে যাওয়ার চেষ্টা করে মলম পার্টির লোকজন। তবে ব্যর্থ হয়ে চলে যায় মলম পার্টির সদস্যরা। পরে আশেপাশের লোকজনের সহযোগিতায় বাড়ি পাঠানো হয় ওই রিকশা চালককে। জানা যায়, রিকশা চালক ওই ব্যক্তির নাম কালু মিয়া। বয়স চল্লিশের মতো হবে। স্থানীয় এক ব্যক্তি জানান, ভর দুপুরে ওই রিকশাচালক রিকশা চালিয়ে শহরের ৩ নম্বর মাছ ঘাটের দিকে এসে থামায় তার রিকশা। তাকে দেখে নেশাগ্রস্ত মনে হয়। পরবর্তীতে তার ঘটনা শুনে সবাই ধরপাকড় শুরু করলো সবাই। তিনি মলম পার্টির শিকার হয়েছিলেন। তাকে অজ্ঞান করে তার রিকশা নিয়ে যাওয়ার চেষ্টা চালালে মলম পার্টির লোকজনেরা ব্যার্থ হয়। কোনোমতে রিকশা নিয়ে সেখান থেকে পালিয়ে বাঁচে সে। কথা হয় রিকশাচালক কালু মিয়ার সাথে। তিনি জানান, প্রথমে একটি রুমাল দিয়ে তার নাকের সামনে কিছুক্ষন ঘুরায়। তারপর সেই রুমাল দিয়ে নাকে চাপা দেওয়ার চেষ্টা করে মলম পার্টির লোকজনেরা। এই কয়েক লাইন কথা অস্ফুট স্বরে বলেই কালু মিয়া অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। তখন ঘাটের লোকজনেরা তাকে ধরপাকড় করে তার রিকশাতে দেওয়া গ্যারেজের নাম্বারে ফোন দেয়। সেখান থেকে তার পরিচিত এক রিকশাচালক এসে তার পরিবারের সাথে যোগাযোগ করে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।