Logo
HEL [tta_listen_btn]

না’গঞ্জ শহরে পূজা উদযাপন পরিষদের  প্রতিবাদী মানববন্ধন

না’গঞ্জ শহরে পূজা উদযাপন পরিষদের  প্রতিবাদী মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্মল চক্রবর্তীর জমি দখলের অপপ্রয়াস এবং সহোদর বাবুল চক্রবর্তীকে হত্যা চেষ্টার প্রতিবাদে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন বলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্মল চক্রবর্তীর জমি দখলের অপপ্রয়াস এবং সহোদর বাবুল চক্রবর্তীকে হত্যা চেষ্টার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি, সেই সাথে দায়ী ব্যক্তিদের দ্রæত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। শিপন সরকার বলেন, পূজা পরিষদ সেক্রেটারী নির্মল চ্যাটার্জির ভাইয়ের উপর হামলা মানে বাংলাদেশের দেড় কোটি সনাতন ধর্মাবলম্বীর উপর হামলা। আমি প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই, যেখানে হামলা হয়েছে সেখানে একজন তদন্তকারী অফিসার ছিলেন। তার উপস্থিতিতে এই ন্যাক্কারজনক হামলা কীভাবে হলো সে প্রশ্নের উত্তর আমাদের জানা নেই। তিনি বলেন, এই করোনা মহামারিকালে সারা দেশে নিরবে সা¤প্রদায়িকতা মাথা চারা দিয়ে উঠছে। দেশের বিভিন্ন মন্দিরে একের পর হামলা হচ্ছে, নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি মন্দিরে পরপর তিনবার হামলা করা হয়েছে অথচ আমরা এর কোন সুবিচার পাইনি। একটি প্রতিক্রিয়াশীল চক্র শোকের মাস আগষ্ট এলেই তৎপর হয়ে উঠে। আমরা সারা দেশের দেড় কোটি সনাতন ধর্মাবলম্বী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যহত রাখতে সরকারের পাশে সব সময় ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। কোন অপশক্তির কাছে আমরা নতি স্বীকার করবো না। সেই সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্মল চক্রবর্তীর জমি দখলের অপপ্রয়াস এবং সহোদর বাবুল চক্রবর্তীকে হত্যা চেষ্টার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগরের সভাপতি অরুণ কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত মন্ডল, বন্দর কমিটির সভাপতি শংকর দাস, সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, যুগ্ম সম্পাদক ভোলানাথ সাহা প্রমুখ। মানববন্ধন শেষে নেতৃবৃন্দ শহরের প্রতিবাদ মিছিল করেন। মিছিলটি নারায়ণগঞ্জ প্রেস ক্লাব থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও প্রেস ক্লাবের সামনে এসে সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com