নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন মোট ১৩০ জন। নিহত দুইজনই পুরুষ। একজন (৬৫) সদর উপজেলার সৈয়দপুরের বাসিন্দা এবং অন্যজন (৬৫) শহরের খানপুর এলাকার বাসিন্দা। এদিকে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ২৭ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ১১৩ জন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ৯ জন, সদরে ৬ জন, বন্দরে ২ জন, আড়াইহাজারে ৩ জন, সোনারগাঁয়ে ৩ জন ও রূপগঞ্জে ৪ জন আক্রান্ত হয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৬৯ জন ও আক্রান্ত ২ হাজার ১৫০ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ২৩ জন ও আক্রান্ত ১ হাজার ৪০৮ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ২৫৬ ও মারা গেছেন ৩ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৫৬৬ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৫৪৩ ও মারা গেছেন ২১ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১০ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৯০ জন। জেলায় এই পর্যন্ত মোট ৩৪ হাজার ৫৪৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৪৯ জনের। করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৫ হাজার ৬৯৮ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ১ হাজার ৯৫৫ জন, সদর উপজেলার ১ হাজার ৩৩২ জন, রূপগঞ্জের ১ হাজার ১৪০ জন ও আড়াইহাজারের ৫৪৬ জন, বন্দরের ২৩৫ ও সোনারগাঁয়ের ৪৯০ জন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।