Logo
HEL [tta_listen_btn]

র‌্যাব-১১ এর অভিযানে  নারায়ণগঞ্জের সোনারগাঁ হতে ১৮,৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ ১টি প্রাইভেটকার জব্দ ও গ্রেপ্তার ১

র‌্যাব-১১ এর অভিযানে  নারায়ণগঞ্জের সোনারগাঁ হতে ১৮,৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ ১টি প্রাইভেটকার জব্দ ও গ্রেপ্তার ১

সংবাদ বিজ্ঞপ্তি:
অদ্য ১৪ আগস্ট ২০২০ খ্রিষ্টাব্দে সকাল ০৮.৩০ ঘটিকার সময় র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর বিশেষ অভিযানে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন আষাঢ়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার তল্লাশী করে ১৮,৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ইয়াবা পাচারের দায়ে ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত আসামী হলো ১। মো: ফিরোজ আলম (৪০)। এ সময় তার হেফাজত হতে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার ও মাদক বিক্রয়ের নগদ ৯,২৩০/- টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত’কে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ ফিরোজ আলম এর বাড়ি লক্ষীপুর জেলার সদর থানাধীন খন্দকারপুর এলাকায়। সে পরিবার নিয়ে সাভারে বসবাস করে এবং প্রাইভেটকার চালিয়ে কক্সবাজার থেকে আসছিল। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে প্রাইভেটকারে যাত্রী পরিবহনের আড়ালে প্রাইভেটকারে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের ভিতরে অভিনব কায়দায় ইয়াবা পাচার করে আসছিল। জিজ্ঞাসাবাদে সে আরও স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় ইয়াবা কক্সবাজার থেকে নিয়ে এসে নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ ও বিক্রয় করে আসছে। উল্লেখ্য, গ্রেফতারকৃত মোঃ ফিরোজ আলম ইতোঃপূর্বে আগস্ট ২০১৮ খ্রীস্টাব্দে বিপুল পরিমান ইয়াবাসহ যাত্রাবাড়ী এলাকা হতে র‌্যাব-১০ এর অভিযানে গ্রেপ্তার হয়েছিল। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com