আড়াইহাজার সংবাদদাতা:
আড়াইহাজারে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ সময় যুব ঋণের চেক বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। শনিবার (১৫ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু। আরো উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী ওয়াজ উদ্দিন, সহকারী কমিশনার ভূমি মো. উজ্জল হোসেন, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মল্লিক, উপজেলা প্রকৌশলী নাসির উদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবু কাউছার ও গোপালদী পল্লী বিদ্যুতের ডিজিএম শাহাদৎ হোসেন প্রমুখ। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে বিভাগীয় প্রধান ও আওয়ামীলীগের অঙ্গসহযোগি সংঘঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।