নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের ইন্তেকাল করেছেন। গত শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত ২টায় তিনি মারা যায়। তিনি করোনা পজেটিভ হয়ে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি ছিলেন। নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির আহŸায়ক ও বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু জানান, আবুল জাহের করোনা পজেটিভ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তার কিডনিজনিত সমস্যা ও প্রচুর শ্বাসকষ্ট ছিল। মৃত্যুকালে স্ত্রী, চার মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সানাউল্লাহ বলেন, শুক্রবার দুপুর ২টায় বন্দরের নাসিম ওসমান মডেল হাই স্কুলে আবুল জাহেরের জানাজা অনুষ্ঠিত হবে। পরে বন্দরের শাহী মসজিদ এলাকার হাফেজীবাগ কবরস্থানে তাকে সমাহিত করা হবে। জাতীয় পার্টির এই নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান। শোক প্রকাশ করেছে মহানগর জাতীয় পার্টি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।