নিজস্ব সংবাদদাতা:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে জেলা প্রশাসন। শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় চাষাঢায় বিজয় স্তম্ভে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক জসিম উদ্দিন। এছাড়াও বিজয় স্তম্ভে পুষ্প অর্পণ করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, নারয়ণগঞ্জ লেডিস ক্লাব, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, সিভিল সার্জন, জেলা নির্বাচন অফিস, কৃষি স¤প্রসারণ অধিদপ্তর, বঙ্গবন্ধু পরিষদ, জেলা শিক্ষা অফিস, নারায়ণগঞ্জ সড়ক বিভাগ, নারায়ণগঞ্জ জেলা কারাগার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটি, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, সরকারী তোলারাম কলেজ, বিদ্যানিকেতন হাই স্কুল সহ সরকারী-বেসরকারী সংগঠন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।