জাকির হোসেন :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে কাইয়ুম (৩৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। গতকাল তাকে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত সোমবার রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমান উল্যাহ আমান বলেন, বেশ কিছু দিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য কাইয়ুম আমাকে বিভিন্ন কুরুচিপূর্ণ ভাষায় গালাগাল ও হুমকী-ধমকী প্রদান করেন। পরে আমি থানায় তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরী করি। আড়াইহাজার থানার (ওসি) তদন্ত শওকত বলেন, সম্প্রতি নারায়ণগঞ্জের আদালত থেকে ধৃত ইউপি সদস্যের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।