সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা:
পুলিশ কর্মকর্তা পরিচয়ে র্যাব কার্যালয়ে প্রবেশ করার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় র্যাব বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। সোমবার (২৪ আগষ্ট) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ র্যাব কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে র্যাব সোমবার রাতে ওই নারীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। গ্রেপ্তারকৃত ওই নারীর নাম কনিকা খানম (৪০)। সে ফতুল্লার দেলপাড়া এলাকার মৃত মাইনুদ্দিন খানের মেয়ে। জানা যায়, সোমবার (২৪ আগষ্ট) সকাল ৯টায় আজমীস্থ র্যাব-১১ কার্যালয়ের সামনে উপস্থিত হয় কনিকা খানম। এসময় তিনি প্রধান ফটকে দায়িত্বরত র্যাব সদস্যদেরকে নিজেকে র্যাব সদর দপ্তরের পুলিশ কর্মকর্তা পরিচয় দেয়। এবং তিনি র্যাব-১১ আদমজী কার্যালয়ে বদলী হয়ে এসেছেন। এসময় তার কাছে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তিনি র্যাব সদস্যদের সাথে খারাপ আচরণ করেন। পরে তিনি দায়িত্বরত র্যাব সদস্যদের কোন কথাকে কর্ণপাত না করে অবৈধভাবে অনধিকার প্রবেশ করে। পরবর্তীতে র্যাব-১১ কার্যালয়ে পূনারায় তার পরিচয় জানতে চাইলে কনিকা খানম ইত:স্তত বোধ করেন। এতে করে তাকে সন্দেহজনক মনে করে র্যাব কর্মকর্তারা ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে একসময় কনিকা স্বীকার করে যে, তিনি নিজেকে একজন সরকারী কর্মচারী হিসেবে মিথ্যা পরিচয় দিয়েছেন। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার জানায়, র্যাব কার্যালয়ে মিথ্যা পরিচয় দিয়ে কনিকা নামে এক নারী প্রবেশ করে। এর ঘটনায় র্যাব বাদি হয়ে একটি মামলা দিয়েছে। ওই নারীকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।