বন্দর সংবাদদাতা:
নারায়ণগঞ্জ বন্দর উপজেলার একরামপুর ইস্পাহানী এলাকায় উচু দেয়াল টপকাতে গিয়ে আলাউদ্দিন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে ইস্পাহানী ৩ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন নৌকার মাঝির হেল্পার ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, আলাউদ্দিন যে দেয়ালটি টপকানোর চেষ্টা করছিল তার পাশে ধারালো লোহার দন্ড দেয়া একটি বেড়া ছিল। সকালে দেয়াল টপকাতে গিয়ে আলাউদ্দিনের হাত পিছলে যায় এবং সে ওই লোহার ধারালো দন্ডের উপর গিয়ে পরে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লোহার শিকে পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ এখন থানায় আছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।’
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।