নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আরও একজন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন মোট ১৩৩ জন। নিহত নারী (৬০) সদর উপজেলার বাসিন্দা। এদিকে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৬ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৩৩৬ জন। শুক্রবার (২৮ আগস্ট) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ৫ জন, সদরে ৪ জন, বন্দরে ১ জন, সোনারগাঁয়ে ২ জন ও রূপগঞ্জে ৪ জন আক্রান্ত হয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৭০ জন ও আক্রান্ত ২ হাজার ২৪১ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ২৪ জন ও আক্রান্ত ১ হাজার ৪৬১ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ২৬৮ ও মারা গেছেন ৩ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৫৮৫ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৫৫৯ ও মারা গেছেন ২১ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১১ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ২২২ জন। জেলায় এই পর্যন্ত মোট ৩৭ হাজার ৩৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭৬ জনের। করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৫ হাজার ৯৮২ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ২ হাজার ৮১ জন, সদর উপজেলার ১ হাজার ৩৮৫ জন, রূপগঞ্জের ১ হাজার ১৮০ জন, আড়াইহাজারের ৫৬২ জন, বন্দরের ২৫২ ও সোনারগাঁয়ের ৫২২ জন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।