Logo
HEL [tta_listen_btn]

নগরীতে সিপিবি নেতা বিকাশ সাহার  স্মরণ সভা অনুষ্ঠিত

নগরীতে সিপিবি নেতা বিকাশ সাহার  স্মরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা:
কমিউনিস্ট পার্টির নেতা বিকাশ সাহার স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিউনিস্ট পার্টি এ আয়োজন করে। বিকাশ সাহার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরুতে পুস্পস্তবক অর্পন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, সমাজ অনুশীলন কেন্দ্র, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, খেলাঘর, উদীচী, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, সমমনা, সিপিবি নারী সেল, উন্মেষ সাংস্কৃতিক সংসদ ও সিপিবি’র বিভিন্ন থানা কমিটি ও শাখা। স্মরণ সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহিলা পরিষদের সভাপতি ল²ী চক্রবর্তী, কমিউনিস্ট পার্টির নেতা অ্যাড. মন্টু ঘোষ, খেলাঘর আসরের জেলা সভাপতি রথীন চক্রবর্তী, জেলা সিপিবির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদের জেলা সমন্বয়কারী নিখিল দাস, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, জাকির হোসেন, বিমল কান্তি দাস, গণসংহতি আন্দোলন জেলা শাখার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা আবু হাসান টিপু, কবি রঘু অভিজিৎ রায়, দুলাল সাহা, শ্রমিক নেতা আব্দুল হাই শরীফ, অনির্বান সাহা, জিয়া হায়দার ডিপটি, শাহানারা বেগম, ইকবাল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, বিকাশ সাহা ছিলেন একজন সাধারণ শ্রমজীবী মানুষ। সচেতনতা, নীতি, আদর্শ ও কমিটমেন্ট’র কারনে তিনি অনেক উপরে উঠে এসেছিলেন। হকার আন্দোলনে সামনের সারিতে ছিলেন। ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাথেও যুক্ত ছিলেন। ৯ বছর যাবৎ সমাজ অনুশীলন কেন্দ্রের মার্কসবাদ চর্চায় অংশগ্রহণ করে আসছিলেন। রাজনীতি ও দর্শন জানা বোঝার ক্ষেত্রে প্রচুর পড়াশোনা করতেন। তিনি সমাজতন্ত্র ও সাম্যবাদে বিশ্বাসী ছিলেন। শতভাগ অসাম্প্রদায়িক ও বিজ্ঞানমনষ্ক ছিলেন। মার্কসবাদকে তিনি মানবমুক্তির সর্বশ্রেষ্ঠ মতবাদ মনে করতেন। ১৯৮৭ সালে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। ২০১৪ সালে সিপিবি নারায়ণগঞ্জ শহর কমিটিতে অন্তর্ভুক্ত হন। ২০১৬ সালে নারায়ণগঞ্জ ১৪নং ওয়ার্ড শাখার সম্পাদক নির্বাচিত হন। মৃত্যুর পূর্বমুহুর্ত পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করছিলেন। সরকারের দায়িত্বহীনতা ও স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়ার কারনে করোনায় আক্রান্ত হয়ে তিনি বিনা চিকিৎসায় মৃত্যুবরন করেন। রাষ্ট্রীয় এ অব্যবস্থাপনার প্রতি আমরা ধিক্কার জানাই। এই অকার্যকর পুঁজিবাদী ব্যবস্থার অবসান চাই। প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ মহানগরের ১৪ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক বিকাশ সাহা। কোভিড-১৯ পজেটিভ আসার পর রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com