Logo
HEL [tta_listen_btn]

নারায়ণগঞ্জ করোনা হাসপাতালে আরেকজনের মৃত্যু দাফনে টিম খোরশেদ

নারায়ণগঞ্জ করোনা হাসপাতালে আরেকজনের মৃত্যু দাফনে টিম খোরশেদ

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা করোনা হাসপাতালে চিকিৎসাধীন মনসুর উদ্দিন (৮৫) নামে আরেকজন করোনা রোগী মারা গেছে। শুক্রবার (২৮ আগস্ট) রাত ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মনসুর উদ্দিন ঢাকা মিরপুর এলাকার বাসিন্দা। গতকাল শনিবার (২৯ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা করোনা হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. গৌতম রায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গত ২৭ আগস্ট মূমুর্ষ অবস্থায় মনসুর উদ্দিন হাসপাতাসে ভর্তি হন। সে করোনাভাইরাস পজেটিভ ছিলো এবং তার তীব্র শ্বাসকষ্ট ছিলো। তাই তাকে আইসিইউ রাখা হয়। গতকাল রাত ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’ নিহতের পরিবারের আহবানে নিহত মনসুর উদ্দিনের মরদেহ দাফন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খোরশেদের টিম। খোরশেদ বলেন, ‘টিম খোরশেদ সব সময় মানুষে পাশে আছে, থাকবে। বন্ধু কামরুল হাসান মুন্নার আহনে আমাদের সদস্য হাফেজ শিব্বির, আনোয়ার, লিটন, আকতার শাহ, সুমন, মো: শহীদ ও নাইম নিহতের গোসল ও জানাজা সম্পন্ন করে। এটা টিম খোরশেদের ১১৪তম দাফন কাজ ছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com