যশোরের শার্শা ছোট নিজামপুর -পারুইঘুপি এলাকা থেকে ৩শত ৬৫ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ।আজ ৩০/০৮/২০২০ইং (রবিবার) দুপুরের দিকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন শার্শা উপজেলার-০১/মো:খাইবার হোসেন ,পিতা :আনিছুর হোসেন, গ্রাম:বেদেপুকুর ২/ মো:আশা (২০),পিতা :মোহাম্মদ আলী ,গ্রাম:দূর্গাপুর ৷ গোপন সংবাদের ভিত্তিতে গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এজাজুর রহমান দুপুরের তার ফোর্স নিয়ে ছোট নিজামপুর -পারুইঘুপি রাস্তা সহ মাঠে অভিযান চালায় ৷এসময় আসামী পালানোর চেষ্টা করলে শার্শা থানাধীন পুলিশের ও গ্রামবাসীর সহায়তায় ৩৬৫ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেন৷ ঘটণা স্থানে সাথে সাথে শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম নিজে উপস্থিত হন এবং গ্রামবাসী আসামী ধরতে সহায়তা করায় সবাইকে ধন্যবাদ দেন এবং মাদকের বিরুদ্ধে সকলের সতর্ক থাকার পরামর্শ দেন ৷ এ ব্যাপারে শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আগামীকাল যশোর আদালতে পাঠানো হয়েছে।