নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ও আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে গেছেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল তিনি সেখানে পৌঁছান। এইসময় দগ্ধ ও আহতদের খোঁজ-খবর নিয়েছেন পুলিশ সুপার। রোগী ও তার আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলছেন তিনি। এ ছাড়া ডাক্তারদের সঙ্গেও রোগীদের অবস্থা নিয়ে কথা বলছেন। তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী, ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম। এর আগে গতকাল রাতেই বিস্ফোরণের ঘটনার পরপর তল্লার সেই মসজিদ পরিদর্শনে যান তিনি। উল্লেখ্য, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এশার নামাজ চলাকালীন অবস্থায় পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এদের মধ্যে এই পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে প্রায় ৪০ জনের মতো দগ্ধ হন
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।