Logo
HEL [tta_listen_btn]

আজ রাত ১২ টা থেকে শুরু হচ্ছে লালপুরের ৩৮ টি মন্ডপে পুজা উৎসব ; বিসর্জন শোভাযাত্রা হবেনা

আজ রাত ১২ টা থেকে শুরু হচ্ছে লালপুরের ৩৮ টি মন্ডপে পুজা উৎসব ; বিসর্জন শোভাযাত্রা হবেনা

এস ইসলাম, নাটোর জেলা সংবাদদাতা :
করোনাকালীন পরিস্থিতিতে আসন্ন শারদীয় দুর্গাপূজায় নাটোরের লালপুরে এবার ৩৮টি পূজা মন্ডপে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে উৎসব উদযাপন করা হবে। তবে এবার কোন বিসর্জন শোভাযাত্রা ও আরতী প্রতিযোগিতা হবে না। প্রতিটি পূজা মন্ডপে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারসহ হাত ধোয়ার ব্যবস্থা রাখা হবে । এ ব্যাপারে লালপুর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় কুমার, সেক্রেটারি প্রদীপ সরকার জানান, আসন্ন শারদীয় দুর্গাপূজায় ধর্ম মন্ত্রনালয় এবং কেন্দ্রীয় পুজা উদযাপন পরিষদের ২৬টি নির্দেশনা মেনে এবার উৎসব পালন করা হবে। লালপুর থানার ওসি সেলিম রেজা জানান, প্রতিটি পূজা মন্ডপে আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা নিরাপত্তা বলয়ে রাখা হবে। এবার জেলায় ৩৫০ টি মন্ডপে পূজা উদযাপন করা হবে তার মধ্যে লালপুরে উপজেলা ৩৮ টি মন্ডপে পূজা উদযাপন হবে আগামী ২২ অক্টোবর থেকে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে ২৬ অক্টোবর বিসর্জনের মধ্যে দিয়ে পূজা উৎসব শেষ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com