Logo
HEL [tta_listen_btn]

না’গঞ্জে কুমারী পূজা দেবীরূপে শিশু কথা

না’গঞ্জে কুমারী পূজা দেবীরূপে শিশু কথা

নিজস্ব সংবাদদাতা :
করোনা পরিস্থিতির কারণে প্রতিবছরের মতো এবার আর কুমারী পূজার আয়োজন করেনি নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশন মন্দির কমিটি। তবে জেলা শহরের ব্যস্ততম পাইকারি বাজার নিতাইগঞ্জের জমিদারী কাচারিগলিতে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। শনিবার (২৪ অক্টোবর) পূবালী গ্রুপ অব ইন্ডাষ্টির উদ্যোগে এবারের পূজায় কুমারীর আসনে বসেছে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী কথা আচার্য পূর্ণলক্ষী। দুপুর সাড়ে ১২টায় পূবালী গ্রুপ অব ইন্ডাষ্ট্রির সত্ত¡াধিকারী পরিতোষ কান্তি সাহার বাসভবনে কুমারী পূজা শুরু হয়৷পূজা শেষে দুপুর দেড়টায় অঞ্জলি ও প্রসাদ বিতরণ করা হয়। এবার ৮ম বর্ষের কুমারী মাতা কুব্জিকা নামে পূজিত হয়েছেন কথা আচার্য পূর্ণলক্ষী। সে শহরের নতুন পালপাড়া এলাকার কৃষ্ণ আচার্য ও ঝুমুর আচার্য দম্পত্তির মেয়ে। মেয়ে কুমারী দেবী মাতা হিসেবে পূজিত হওয়াতে আনন্দিত কথা আচার্যের বাবা-মা। তার বাবা কৃষ্ণ আচার্য বলেন, সারাদেশে করোনা মহামারী চলছে। এই মহামারী থেকে রক্ষা করতে আমার মেয়ে কুমারী মা হিসেবে আবির্ভূত হয়েছে। আমি এতে খুবই আনন্দিত। সারা বিশ্বের সকল প্রাণী সুখে-শান্তিতে থাকুক এই কামনা করি। এদিকে কুমারী পূজার আয়োজক পূবালী গ্রুপের পরিচালক জয় কে সাহা বলেন, অষ্টমী তিথিতে সকাল থেকে পূজা হয়েছে। পাশাপাশি কুমারী পূজাও হয়েছে। করোনা পরিস্থিতির কারণে এই আয়োজন সীমিত করা হয়েছে। অন্যান্যবারের মতো সর্বসাধারণ এই পূজাতে অংশ নিতে পারেননি। তবে ফেসবুকে আমদের কুমারী পূজা সরাসরি স¤প্রচার করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে তাদের বাড়িতে ১৩তম দুর্গোৎসব চলছে বলে দাবি জয় কে সাহার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com