Logo
HEL [tta_listen_btn]

মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে  নারায়ণগঞ্জ সবচেয়ে সুন্দর জায়গা হবে -শামীম ওসমান

মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে  নারায়ণগঞ্জ সবচেয়ে সুন্দর জায়গা হবে -শামীম ওসমান

নিজস্ব সংবাদদাতা :
নারায়ণগঞ্জে কিছু প্রকল্পের কথা উল্লেখ করে সাংসদ শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জ হবে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা। তিনি বলেন, ‘নেত্রীকে বলেছিলাম, আমার চাওয়া-পাওয়ার কিছু না থাকলেও কিছু জিনিস চাই। কিছু প্রকল্পের কাজ চলছে, কিছু শুরু হবে। এগুলো হয়ে গেলে নারায়ণগঞ্জ কিন্তু বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা হতে যাচ্ছে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ফতুল্লার ইসদাইরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নারায়ণগঞ্জ-৪ আসনের এই সাংসদ বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী ডিএনডি প্রজেক্টের কাজ করছেন। আমরা ৯৯টা খাল উদ্ধার করেছি। পুরো এলাকাটাই হাতিরঝিলের মতো সুন্দর হবে। বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা হবে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড। এটার টেন্ডারও হয়ে গেছে। আমি আমার দলের সেক্রেটারি ওবায়দুল কাদের সাহেবকে এর জন্য ধন্যবাদ জানাই। তিনি জানান, ছয় লেনের রাস্তা হবে। ফুটপাত ও গাছ থাকবে। ডেমরা, ভূইগড়, জালকুড়িতে আন্ডারপাস, ওভারপাস থাকবে। চাষাঢ়া থেকে আদমজী পর্যন্ত একটা বাইপাস রাস্তায়ও হবে। এইসব কাজ নতুন প্রজন্মের জন্য করছেন মন্তব্য শামীম ওসমানের। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের প্রাপ্যটা সে পাবে। আপনাদের কাছে কেবল দোয়া চাই। শামীম ওসমান বলেন, ‘আসলে নারায়ণগঞ্জ তার প্রাপ্যটা পায়নি। পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা না করা হলে দেশের সবচেয়ে সুন্দর জেলা থাকতো নারায়ণগঞ্জ। আমার মনে হয়, বঙ্গবন্ধুর কাছে গোপালগঞ্জের চেয়েও নারায়ণগঞ্জ বেশি প্রিয় ছিল। ওনার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এই নারায়ণগঞ্জ থেকেই সূচনা করেছিলেন। পুরো পরিকল্পনা কিন্তু আমার দাদার বাড়ি বায়তুল আমানে বসে করা হয়েছিল। তিনি আরও বলেন, এই বাড়িতে বসেই স্বাধীনতার ঘোষণাপত্র ও সংবিধানের খসড়া লেখা হয়েছিল। নারায়ণগঞ্জ থেকেই কিন্তু বিভিন্ন সভা মিছিলে যেতো আদমজী, চিত্তরঞ্জনের শ্রমিকরা। এটাই কিন্তু অপরাধ। এইসব কারণেই পঁচাত্তরের পরে যারা ক্ষমতায় এসেছিলেন তারা নারায়ণগঞ্জের প্রতি বিরাগভাজন ছিলেন। ফলে দীর্ঘ ২১ বছর ধরে নারায়ণগঞ্জ তেমনভাবে কিছু পায় নাই। পরে আমার বড় ভাই নাসিম ওসমান যখন এমপি হন তখন একটা হাসপাতাল নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। খেলার মাঠসহ বেশ কিছু কাজ কিন্তু ওই সময়টাতে করতে পেরেছিলেন তিনি। পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। মাস্টার্স ক্রিকেট অব নারায়ণগঞ্জের সভাপতি তানভীর আহমেদ টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোঃ জসিম উদ্দিন, নারায়ণগঞ্জে বিজিবি-৬২ এর কমান্ডিং অফিসার লে. কর্ণেল মেহেদী হাসান আল আমিন, র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্ণেল খন্দকার সাইফুল ইসলাম, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি কুতুবউদ্দিন আকসির প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com