Logo
HEL [tta_listen_btn]

৩শ’ শয্যার চিকিৎসক সামসুদ্দোহা  করোনায় আক্রান্ত

৩শ’ শয্যার চিকিৎসক সামসুদ্দোহা  করোনায় আক্রান্ত

নিজস্ব সংবাদদাতা :
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন কোভিড ডেডিকেটেড নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরপি) ডা. সামসুদ্দোহা সঞ্চয়। রোববার (১৫ নভেম্বর) নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ শনাক্ত হয় তার। তিনি বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত¡াবধায়ক (সুপার) ডা. গৌতম রায়।নারায়ণগঞ্জ তথা সারা বাংলাদেশে কোভিডের প্রকোপের শুরু থেকেই কাজ করেছেন ডা. সামসুদ্দোহা সঞ্চয়। হাসপাতালের তত্ত¡াবধায়কসহ বেশ কয়েকজন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হলেও নারায়ণগঞ্জে করোনা মোকাবেলায় তার ভূমিকা ছিল প্রশংসনীয়। স্বাস্থ্যসুরক্ষার বিষয়টি মাথায় রেখে রোগীদের চিকিৎসার ব্যবস্থা করেছেন। নারায়ণগঞ্জে অতি দ্রæত পিসিআর ল্যাব স্থাপনের ক্ষেত্রেও বেশ অবদান রয়েছে তার।শুরুর দিকে যখন নারায়ণগঞ্জে করোনার প্রকোপ তীব্র আকার ধারণ করে তখন সর্বসাধারণের দাবি ছিল, অধিক মাত্রায় টেস্টের জন্য নারায়ণগঞ্জে একটি সরকারি পিসিআর ল্যাব স্থাপন। ৩০ মার্চ নারায়ণগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী মারা যাওয়ার পর এই দাবি আরও তীব্র হয়। এর মধ্যে গত ১৬ এপ্রিল জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর কাছে করোনা পরীক্ষাগার (পিসিআর ল্যাব) স্থাপনের দাবি জানান নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সামসুদ্দোহা সঞ্চয়। নারায়ণগঞ্জে করোনা ও স্বাস্থ্যব্যবস্থার সার্বিক পরিস্থিতি নিয়ে দেওয়া এই চিকিৎসকের বক্তব্য সেসময় বেশ প্রশংসিত হয়। নারায়ণগঞ্জে করোনা পরীক্ষাগার নেই চিকিৎসকের কাছে এমন কথা জেনে সেসময় বিষ্ময়ও প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী। এবং এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দেন। এর এক মাসের মাথায় ৬ মে নারায়ণগঞ্জ ৩শ’ হাসপাতালে পিসিআর ল্যাবের কার্যক্রম উদ্বোধন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com