Logo
HEL [tta_listen_btn]

বন্দরে শীতলক্ষা ও ধলেরশ^রী নদীতে  চাঁদা আদায়ের সময়৬ চাঁদাবাজ গ্রেফতার

বন্দরে শীতলক্ষা ও ধলেরশ^রী নদীতে  চাঁদা আদায়ের সময়৬ চাঁদাবাজ গ্রেফতার

বন্দর সংবাদদাতা:
নারায়ণগঞ্জের বন্দরে বাল্কহেড থামিয়ে চাঁদা আদায়ের সময় ৬ নৌ-চাঁদাবাজকে গ্রেফতার করেছে কলাগাছিয়া নৌ-ফাঁড়ী পুলিশ। ওই সময় নৌ-পুলিশ গ্রেফতারকৃত চাঁদাবাজদের কাছ থেকে চাঁদা আদায়ের নগদ ১ লাখ ১১ হাজার ৮’শ টাকা ও চাঁদা আদায়ের রশিদ বই, ৬টি মোবাইল সেট এবং একটি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করে।মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় বন্দর থানার শীতলক্ষা ও ধলেরশ^রী নদীতে অভিযান চালিয়ে ওই চাঁদাবাজদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত চাঁদাবাজদের মঙ্গলবার দুপুরে উক্ত মামলায় আদালতে প্রেরণ করেছে নৌ-ফাঁড়ী পুলিশ।এ ব্যাপারে কলাগাছিয়া নৌ-ফাঁড়ী উপ-পরিদর্শক মোঃ রেজাউর করিম বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে আটককৃত চাঁদাবাজদের বিরুদ্ধে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৫(১১)২০ ধারা-৩৮৫/ ৩৮৬/ ৫০৬/ ১১৪/ ৩৪ পেনাল কোড ১৮৬০। গ্রেফতারকৃত চাঁদাবাজরা হলো মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার টেঙ্গারচর এলাকার মৃত ইছাহাক মিয়ার ছেলে চাঁদাবাজ আলিনুর (৬৫) সোনারগাও থানার চরহোগলা এলাকার আজিজ মাতবরের ছেলে নাসির উদ্দিন (৪০) একই থানার চর-কিশোরগঞ্জ এলাকার মৃত শাজাহান মিয়ার ছেলে সজিব (২০) চাঁদপুর জেলার শ্রীরামপুর থানার একই এলাকার আজিজ হাওলাদারের ছেলে ইউসুফ হাওলাদার (৩২) চাঁদপুর জেলার মতলব থানার মনপুর এলাকার রসুম উদ্দিন মিয়ার ছেলে আমিনুল (২৮) ও সোনারগাঁ থানার চরকিশোরগঞ্জ এলাকার আজিজুল হক মিয়ার ছেলে রাকিব হোসেন (২১)।এ ব্যাপারে কলাগাছিয়া নৌ-ফাঁড়ী উপ-পরিদর্শক রেজাউল করিম গণমাধ্যমকে জানায়, বাংলাদেশ নৌ-পুলিশ ঢাকা অঞ্চলের এডিশনাল ডিআইজি মোল্লা নজরুল ইসলাম ও নৌ-পুলিশের এসপি ফরিদুল ইসলামের নেতৃত্বে কলাগাছিয়া নৌ-ফাঁড়ী ইনর্চাজ পুলিশ পরিদর্শক জহিরুল ইসলামসহ সঙ্গীয় র্ফোস মঙ্গলবার সকালে শীতলক্ষা ও ধলেরশ^রী নদীতে অভিযান চালায়। অভিযান কালে নৌ-পুলিশ শীতলক্ষা ও ধলেরশ^রী নদীতে বিভিন্ন বাল্কহেড থেকে চাঁদা আদায়ের সময় চাঁদাবাজী নগদ ১ লাখ ১১ হাজার ৮’শ টাকা ও চাঁদা আদায়ের রশিদ বই ও ৬টি মোবাইল সেটসহ নৌ- চাঁদাবাজ আলিনুর, নাছির উদ্দিন, সজিব, ইউসুফ হাওলাদার, আমিনুল ও রাকিবকে একটি ইঞ্জিন চালিত ট্রলারসহ গ্রেফতার করে। তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ কালে তারা জানায় সোনারগাঁ থানার চর-কিশোরগঞ্জ এলাকার মৃত মান্নান মাতবর মিয়ার ছেলে নাছির মেম্বারের কাছ থেকে রসিদ বইতে লেখা মেসার্স বিজয় ট্রেডার্স, রাসেল এন্ট্রার প্রাইিজ, বৃষ্টি এন্টার প্রাইজ, সেলিম এন্টার প্রাইজ নামে প্রোপাইটর হাজী মোঃ ফারুক, নাছির উদ্দিন, বোরহান খান, সেলিম খান লেখাসহ বইনং ৫২৩ ক্রমিকনং ২৬১০১ থেকে ২৬১৩৩ পর্যন্ত রশিদ কাটা ২৬১৩৪ হইতে ২৬১৫০ পর্যন্ত। বহিনং-৫৪০ ক্রমিক নং- ২৬৯৫১ হইতে ২৬৯৭৬ পর্যন্ত ব্যবহারিত ২৬৯৭৭ হইতে ২৭০০০ পর্যন্ত অব্যবহারিত বহিনং ৫৩৭ ক্রমিক নং- ২৬৮০১ হইতে ২৬৮২৯ পর্যন্ত ব্যবহারিত ২৬৮৩০ এ আংশিক লেখা ২৬৮৩১ হইতে ২৬৮৫০ পর্যন্ত অব্যবহারিত রশিদ বহি প্রাপ্ত হয়ে নাছির মেম্বারের নির্দেশে র্দীঘ দিন ধরে গ্রেফতারকৃতরা অবৈধ ভাবে চাঁদা আদায় করে আসছে। গ্রেফতারকৃত চাঁদাবাজদের মঙ্গলবার দুপুরে উক্ত মামলায় আদালতে প্রেরণ করেছে নৌ-ফাঁড়ী পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com