Logo
HEL [tta_listen_btn]

প্রতারক রমজানের বিরুদ্ধে গ্রাহকদের বিক্ষোভ

প্রতারক রমজানের বিরুদ্ধে গ্রাহকদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের পাইকপাড়া এলাকার বৌবাজারে সম্মিলিত সঞ্চয় তহবিলের প্রতিষ্ঠাতা গ্রাহকদের টাকা ফেরত চেয়ে প্রতারক রমজানের বিরুদ্ধে বিক্ষোভ করেছে ভুক্তভোগী সমিতির গ্রাহকরা। বুধবার (১৮ নভেম্বর) সকালে পাইকপাড়া বৌবাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। এসময় ৩৫০০ গ্রাহকের ১৫ কোটি টাকা আত্মসাৎ করে রমজান পলাতক আছে বলে অভিযোগ করে ভুক্তভোগীরা। এসময় সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু বলেন, বড় বড় রাঘব বোয়ালরা আইনের আওতায় এসেছে। অথচ প্রতারক রমজান এখনো আইনের আওতায় আসে নাই। কিসের জোরে এ প্রতারক সিনা উচিয়ে চলাচল করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও কোন অন্যায়কারীকে প্রশ্রয় দেন না। যারা অন্যায় করেছে তাদেরকে তিনি আইনের আওতায় এনেছেন। প্রতারক রমজান যেখানেই থাকুক না কেন তাকে এই অসহায় মানুষের টাকা ফেরত দিতে হবে। মানুষের টাকা মেওে সে কয়দিন পলাতক থাকবে। তাকে সবার সামনে এসে টাকা ফেরত দিতে হবে। অন্যথায় আইনি ভাবে তার বিচার হবে। আমরা তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করবো। এসময় উপস্থিত ছিলেন নাসিক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা হাসানসহ সমিতির ভুক্তভোগী গ্রাহকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com