Logo
HEL [tta_listen_btn]

নিতাইগঞ্জে শৃঙ্খলা ফেরাতেডিবি’রউপস্থিতি,  চাঁদাবাজ গ্রেফতার

নিতাইগঞ্জে শৃঙ্খলা ফেরাতেডিবি’রউপস্থিতি,  চাঁদাবাজ গ্রেফতার

 

নিজস্ব সংবাদদাতা :
নারায়ণগঞ্জেরহাজারোমানুষেরজীবন ও জীবিকাজড়িতনিতাইগঞ্জের সাথে। নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জেরঅন্যতমসংযোগসড়কওএটি। এই সড়কেইপার্কিংকরা হয় অবৈধভাবেট্রাকসহবিভিন্ন ছোট-বড়যানচলাচল, সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। কখনও এক লেনেট্রাক থাকে, কখনওতা ২-৩লেন জুড়ে অবস্থান নেয়। পুলিশেরপক্ষ থেকে একাধিকবার এ বিষয়েনির্দেশনা দেয়া হলেওআশুব্যবস্থা নেয়নি সেখানকার কর্তৃপক্ষ। একইসাথে সম্প্রতিসময়েসড়কে অবস্থানরতট্রাক থেকে চাঁদাবাজিকরাহচ্ছেএমনঅভিযোগপায়নারায়ণগঞ্জ জেলাপুলিশ।অভিযোগের প্রেক্ষিতেনারায়ণগঞ্জ জেলাপুলিশসুপার(এসপি) মোহাম্মদ জায়েদুলআলমেরনির্দেশনায় ও জেলার অতিরিক্ত পুলিশসুপার(প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুররহমানেরতত্বাবধানেমাঠে নেমেছেনারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থা(ডিবি)। নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থার(ডিবি) ইন্সপেক্টরহুমায়ুনকবির মোল্লাবলেন, ২৮ নভেম্বরনিতাইগঞ্জ থেকে হাতেনাতে ১চাঁদাবাজকে গ্রেফতারকরাহয়েছে। সে প্রতিটিট্রাক থেকে কোনপ্রকার¯িøপব্যতিতই ৩০ থেকে ৩০০ টাকাপর্যন্তচাঁদানিতো। চাঁদাআদায়কালে জাহাঙ্গীর নামেরএকজনকেগ্রেফতারকরাহয়েছে। সদর থানারমামলা নং ১৬(১০)২০ ধারা ৩৮৫/৩৮৬ পেনালকোডেরসহিততাকে ৭ দিনেররিমান্ড চেয়েআদালতে প্রেরণকরাহয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com