শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রতিবাদে লিংরাজের নেতৃত্বে সদর থানা ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা:
পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়’ এর নাম পরিবর্তন করে ‘পুরান মোগলটুলী উচ্চ বিদ্যালয়’ করার প্রতিবাদে নারায়ণগঞ্জ সদর থানা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ‘অবৈধভাবে’ শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও সদর থানা ছাত্রদলের সদস্য সচিব শাহ মোয়াজ্জেম হোসেন লিংরাজ খানের নেতৃত্ব বুধবার (২ ডিসেম্বর) বিকেল ৪টায় এ বিক্ষোভ মিছিল করেন ছাত্রদল নেতাকর্মীরা। মিছিল থেকে ছাত্রদল নেতৃবৃন্দ অবিলম্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম পুন:বহালের দাবি তুলেন। মিছিলে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম হৃদয়,ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন সাদিক, আলিফুল ইসলাম সীমান্ত, শাহীন আহম্মেদ নিরব,আব্দুর রাজ্জাক সাব্বির, মোহাম্মদ সুজন, মোহাম্মদ সাহেদ,অনিক সৌমিক, সিয়াম, মুত্তাকী, রিসান, সাইফুল, সৌরভ, মোহাম্মদ রুবেল,মোহাম্মদ জাকির, মোহাম্মদ রাসেল,মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ সাকিব, চাহাত হোসেন,সোহান হাসান প্রমুখ।