Logo
HEL [tta_listen_btn]

না’গঞ্জ হাই স্কুলের নতুন ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

না’গঞ্জ হাই স্কুলের নতুন ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ হাইস্কুলে নতুন ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। ১৩ডিসেম্বর সকালে হাইস্কুলের পূর্বপাশে শিক্ষা প্রকৌশল বিভাগের তত্বাবধানে সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নির্মিত ছয়তলা ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ শুরু করা হয়। এই নিমার্ণ কাজের উদ্বোধন করেন নারায়নগঞ্জ জেলা প্রশাসক(ডিসি) মো. জসিম উদ্দিন। এসময় মো. জসিম উদ্দিন বলেন, শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে শুধুমাত্র অবকাঠামো উন্নয়ন করলেই চলবে না। এর পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হবে। শিক্ষকদের যথাযথ ভাবে শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে হবে। এজন্য বই কিংবা পুথিগত বিদ্যার উপর নির্ভর না করে শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- জেলা শিক্ষা কর্মকর্তা শরীফুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম, গভর্নিং বর্ডির সভাপতি চন্দন শীল, সদস্য আবদুস সালাম, ওয়াহিদ সাদাত বাবু, সরকার আলম, প্রধান শিক্ষক কমল কান্তি সাহাসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com