Logo
HEL [tta_listen_btn]

ডিমলায় ১৮৫ ভূমিহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার

ডিমলায় ১৮৫ ভূমিহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার

মোস্তাফিজুর রহমান, ডিমলা (নীলফামারী) সংবাদদাতা :

“আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার: এই প্রতিপাদ্য বাস্তবায়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে নীলফামারীর ডিমলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ১৮৫ জন ভূমিহীন ও গৃহহীনদের বসবাস করার জন্য সরকারি খাস জমিতে ঘর নির্মাণের কাজ শেষের পথে। ডিমলা উপজেলায় “ক” শ্রেণির হতদরিদ্র গৃহহীন মানুষের জন্য সরকারি ব্যবস্থাপনায় তৈরী হচ্ছে সুন্দর সাজানো স্বপ্নের নীড়। ২০ জানুয়ারী-২১ বুধবার ইউনিয়নগুলি পরিদর্শন করেন ইউএনও জয়শ্রী রানী রায়। এ সময় উপস্থিত ছিলেন- প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা- মেজবাহুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম সহ স্ব-স্ব ইউ.পি চেয়ারম্যানবৃন্দ। অফিস সূত্রে জানা যায় ডিমলায় ৩ কোটি ১৬ লক্ষ ৩৫ হাজার টাকা ব্যায়ে ডিমলা সদর ইউ.পিতে ৮০টি, খগা খড়িবাড়ীতে ৪০টি, খালিশা চাপানী ৩০টি, পশ্চিম ছাতনাই ১৫টি, টেপা খড়িবাড়ী-১০টি ও ঝুনাগাছ চাপানীতে ১০টি মোট ৭টি ইউ.পিতে ভূমি ও গৃহহীনদের ২ কক্ষ বিশিষ্ট পাকা বাড়ি ২ শতাংশ জমি দিয়ে ঘর তৈরী করে দেওয়া হচ্ছে। প্রতিটি ঘরে নির্মাণে ব্যয় ১ লক্ষ ৭১ হাজার টাকা। ঘরগুলোতে রান্নাঘর সংযুক্ত ল্যাট্রিনসহ অন্যান্য সুবিধা আছে। গৃহনির্মাণের কাজ তদারকি করছে উপজেলা প্রশাসন, স্থানীয় সাংসদ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ। এব্যাপারে ইউএনও জয়শ্রী রানী রায় বলেন-মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ উপজেলায় ১৮৫টি পরিবারের জন্য গৃহনির্মাণ কাজ শেষের দিকে। আর অল্পকিছু দিনের মধ্যে এসব ঘরের কাজ সম্পূর্ণ করে গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হবে ।


আপনার মতামত লিখুন :

Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/dainikde/public_html/wp-includes/functions.php on line 6031

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



Deprecated: Function WP_Query was called with an argument that is deprecated since version 3.1.0! caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/dainikde/public_html/wp-includes/functions.php on line 6031
Theme Created By Raytahost.Com