Logo
HEL [tta_listen_btn]

আড়াইহাজারে জাহিন স্পিনিং মিলে আগুন, মিল ভষ্মীভুত

আড়াইহাজারে জাহিন স্পিনিং মিলে আগুন, মিল ভষ্মীভুত

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) সংবাদদাতা :

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাহিন স্পিনিং মিল নামে একটি সূতা উৎপাদনকারী মিলে আগুন লেগে সম্পূর্ণ মিলটি ভষ্মীভুত হয়ে গেছে। আগুনে কেউ হতাহত না হলেও মিলটির ক্ষতি হয়েছে প্রায় ১৫ কোটি টাকার। বুধবার দিবাগত রাত ১২.৪৫ মিনিেিট এ দূর্ঘটনা ঘটেছে। মিলের জেনারেল ম্যানেজার শেখ আাসাদুল্লাহ জানান, ওই সময় বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে সাড়া মিলে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। মিলের তুলা, ধুনো, সুতা এবং মেশিনপত্র সবই পুড়ে যায়। ধ্বসে পড়ে মিল ভবনের চার দিকের দেয়াল। মিলে থাকা তুলার গোডাউন সম্পূর্ন ভাবে পুড়ে ভষ্মীভূত হয়। নষ্ট হয় ১২টি ক্লোন ভোম মেশিন, ৫টি ড্রইং মেশিন, ৬টি সিমপ্লেক্স মেশিন, ২টি কমপ্রেসার মেশিন এবং স্পীনিং মেশিনের সম্পূর্ণ সেট। আড়াইহাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ শাহজাহান জানান, আড়াইহাজার, সোনারগাঁ, মাধবদী এবং কাঞ্চন থেকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট এসে বৃহষ্পতিবার সকাল নাগাদ চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু আগুনের হাত থেকে মিল টি কে বাাঁচানো যায়নি। রাতেই আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন ঘটনাস্থল পরিদর্শণ করেন । আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং অগ্নীকান্ড পরবর্তী সম্ভাব্য লুটপাট প্রতিরোধের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com