Logo
HEL [tta_listen_btn]

না’গঞ্জে কালের কন্ঠ  শুভ সংঘের কম্বল বিতরণ

না’গঞ্জে কালের কন্ঠ  শুভ সংঘের কম্বল বিতরণ

ফতুল্লা সংবাদদাতা:
জাতীয় দৈনিক কালের কন্ঠ’র শুভ সংঘ এর উদ্যোগে গরিব, অসহায় এবং দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে ফতুল্লা থানাধীন ধর্মগঞ্জ চটলার মাঠ এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।কালের কন্ঠ জেলা প্রতিনিধি দিলীপ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় এবং দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সহধর্মিনী ও নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি।অনুষ্ঠানে বিষেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন এবং এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি বলেন, এই প্রথম আমি কোন পাবলিক প্লেসে এসেছি আপনাদের মাঝে, এর আগে আমি কখনো আসি নাই। এইযে আপনারা এভাবে দাড়িয়ে আছেন আপনারা আপনাদের কি ভাবেন তা আমি জানি না, কিন্তু আমি আপনাদের ভাবি শক্তিশালী জনগনের একটি অংশ। নির্বাচনে সময় আমরা মানুষের ঘরে ঘরে গিয়েছি, তাদের সমস্যার কথা শুনেছি, তাদের প্রয়োজনের কথা শুনেছি। আপনাদের এখানের যে সংসদ সদস্য রয়েছে সে আপনাদের চাহিদা, প্রয়োজন যা আপনাদের অধিকার তা পুরণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনাদের কাছে আমারে অনুরোধ আপনারা আপনাদের গলার সর কে উচু করবেন আপনাদের চাহিদা পুরণ করার জন্য। যারা আপনাদের চাহিদা পুরণ করতে বাধ্য, তাদের কান পর্যন্ত যাতে আপনাদের কন্ঠ পৌছায় সেই সে ভাবে আপনাদের সর উচু করবেন, আপনার ব্যাক্তিগত কাজের জন্য নয় আপনার এলাকার জন্য। আপনাদের কি প্রয়োজন তা আপনারা নির্ধারন করবেন, আপনারা মনে রাখবেন আপনারা একদম কমজোড় না।সালমা ওসমান লিপি আরো বলেন, এই কালের কন্ঠ গনমাধ্যম কর্মীরা পাশাপাশি আরো অনেক গণমাধ্যম কর্মী করোনাকারীন সময়ে বাসা থেকে কাজ করতে বেরিয়ে প্রচুর ঝুকি নিয়েছে তারা। মানুষের কষ্ট, মানুষের প্রয়োজন সকলের কাছে ততুলে ধরতে গিয়ে তারা নিজেনা অনেক ঝুকির মুখে ছিলো। তারা তাদের কষ্টের কথা পত্রিকায় ছাপাতে পারে নাই। এই কারনে সকল গনমাধ্যমকে আমি আমার অন্তরের অন্তস্থল থেকে দোয়া এবং শ্রদ্দা যানাচ্ছি।অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক বলেন, আজ আমাদের সবার জন্য অনেক খুশির একটি দিন, আজ সারা বিশ্বে দেখানোর মত একটি কাজ হয়েছে। কারন মাননীয় প্রধানমন্ত্রী ৬৪টি জেলার ৪৯২ টি উপজেলার ৭৯ হাজার ৯০৪টি ঘর গৃহহিনদের কাছে হস্তান্তর করেছেন। আমরা কাশিপুরে তিনটি পরিবারে জন্য সরকারে পক্ষ থেকে ঘর করে দেয়ার পরিকল্পনা করেছি, কিছু কারন বসত তা এখনো শুরু করতে পারি নেই। আজকের এ দিনে আমাদের জন্য আর একটি খুশির বিষয় হচ্ছে, এখানে আমাদের সালমা ওসমান লিপি ভাবি যাকে আমি নারায়ণগঞ্জের মানবতার মা বলে থাকি তিনি এখানে এসেছেন। আজ এখানে যারা রয়েছে, একজন গনপ্রজাতন্ত্রীক বাংলাদেশ সরকারের কর্মচারি হিসেবে এবং সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে আমি ভাবির কাছে অনেক কৃতজ্ঞ। করোনাকালীন সময়ে নারায়ণগঞ্জে সরকারের ত্রান আসার আগে মানুষের পাশে ত্রান নিয়ে দারিয়েছেন আমাদের ভাবি সালমা ওসমান লিপি।অনুষ্ঠানে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন বলেন, এই যুগে আমরা পেয়েছি একজন মহিয়সি নারী যিনি আমাদের এখানের সম্মানিত সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সহধর্মিনী সালমা ওসমান লিপি ভাবি। শুধু মাত্র শীত বস্ত্র না, করোনাকালীন সময়ে বা এছারাও বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সাধারন মানুষকে সাহায্য সহযেগিতা করে যাচ্ছেন আমাদের নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, তার সহধর্মিনী সালমা ওসমান লিপি, তার ভাই তানভির আহাম্মেদ টিটুসহ তার পুরো পরিবার।এছাড়া অনুষ্ঠানে উক্ত এলাকার আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/dainikde/public_html/wp-includes/functions.php on line 6031

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



Deprecated: Function WP_Query was called with an argument that is deprecated since version 3.1.0! caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/dainikde/public_html/wp-includes/functions.php on line 6031
Theme Created By Raytahost.Com