Logo
HEL [tta_listen_btn]

মাঠে গড়ালো মাস্টার্স ক্রিকেট নারায়ণগঞ্জ

মাঠে গড়ালো মাস্টার্স ক্রিকেট নারায়ণগঞ্জ

নিজস্ব সংবাদদাতা:
নীটকনসার্ণ মাস্টার্স ক্রিকেট(সিজন-২) ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারী ( শুক্রবার ) সকাল ১০টায় ফতুল্লার সামসুজ্জোহা ক্রিকেট স্টেডিয়ামে এ প্রতিযোগীতার উদ্বোধন করেন জেলা প্রশাসক(ডিসি) মোস্তাইন বিল্লাহ। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সদস্য আরিফমিহি’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মাস্টার্স ক্রিকেট নারায়ণগঞ্জের সভাপতি তানভীর আহমেদ টিটু। নারায়ণগঞ্জের প্রাক্তন, জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ের কৃত্তিমান ক্রিকেটারদের নিয়ে এই প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। যেখান মোট ৬টি দল অংশগ্রহণ করেছে। এই প্রতিযোগীতার খেলা প্রতি শুক্র ও শনিবার সামসুজ্জোহা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করেন মাস্টার্স ক্রিকেট নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক ইকরামুল ফেরদৌসপাপ্পু। এবং ক্রেস্ট দিয়ে জেলা প্রশাসককে বরণ করেন মাস্টার্স ক্রিকেট নারায়ণগঞ্জের সভাপতি তানভীর আহমেদ টিটু। এসময় নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি  ও নারায়ণগঞ্জ প্রিপারেটি স্কুলের ছাত্রীদের সমন্বয়ে নৃত্য পরিবেশন করা হয়। সভাপতির বক্তব্যে মাস্টার্স ক্রিকেট নারায়ণগঞ্জের সভাপতি ও জেলা ক্রীড়াসংস্থার সাধারণ সম্পাদক তানভীরআহমেদ টিটু বলেন, ‘আমার অপূর্ণ ইচ্ছে দেশের জন্য যুদ্ধ করতেপারিনি। কারণ, মুক্তিযুদ্ধের পরে আমার জন্ম। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমাদের জন্য অনেক গৌরবের ব্যাপার। বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, যার দেখানো স্বপ্ন দিয়ে আমাদের দেশ পেয়েছি। সেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবছরও চলছে। সেই জন্ম শত বার্ষিকী উপলক্ষ্যে মাস্টার্স ক্রিকেটারদের সমন্বয়ে গঠিত আমাদের কমিটির প্রতিবছরের নিয়মিত এই আয়োজন। এবারের নাম দেয়া হয়েছে নীটকনসার্ণ মাস্টার কারণ তারা টাইটেল স্পন্সর। মাস্টার্স ক্রিকেট যে প্লাটফর্ম, সেটি তৈরির পিছনে ইতিহাস আছে। সেটি হলো, আমরাজানি বাংলাদেশে ফুটবলের জনপ্রিয় একটি ক্লাব আছে, খুবই সুন্দরএকটি নাম, সোনালী অতীত। যেই সময়কে পিছনে ফেলে এসেছি, সেটিকে স্মরণ রাখার জন্য ফুটবলাররা এটি তৈরি করেছে। আমাদের সারা বাংলাদেশের ক্রিকেটে এমন সুন্দর নামের অর্গানাইজেশন নেই, হয়তো হবে। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জে আমরা শুরু করেছি। এর পিছনে একটিই উদ্দেশ্যে ছিল, খেলোয়াড়রা যখন খেলে, তখনতাদের বিভিন্ন ডিমান্ড থাকে। এ দল ডাকে, ওই দল ডাকে। কিন্তু, যখন সে খেলাধুলা থেকে অবসরে যায়, তখন তার খবর সে এবংতার পরিবাররাই রাখে। অনেক খেলোয়াড়রা আছে আমাদের চারপাশে যারা ব্যক্তিগত ও পারিবারিক জীবনে, যারা একসময় খেলাধুলা করেছি এবং পরবর্তীতে জীবিকার তাগিদে অন্য পেশায় নিযুক্ত হয়েছি, আমাদের একটা প্লাটফর্ম যদি এমন থাকে সাবেক খেলোয়াড়রা যারা আছেন তাদের মধ্যে যারা অসুবিধায় আছেন, তাদের সাহায্য আমরা যদি এসোসিয়েশন দিয়ে করতে পারি, সেইউদ্দেশ্যে নিয়েই এই মাস্টার্স ক্রিকেট। গতবছর ৫টি টিম নিয়ে করেছি, এ বছর ৬টি টিমনিয়ে করছি, ইনশাআল্লাহ ভবিষ্যৎতে খেলোয়াড়বাড়লে টিমও বাড়বে। আজকে চমৎকার ভাবে মাঠটি সাজানো হয়েছে, বাংলাদেশের আন্তজার্তিক খেলা যেখানে হয়, সেইরকম অলমোস্ট করতে পেরেছি। এই প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠান আমরা আরও ঝাঁকঝমক ভাবে মন্ত্রী, সংসদ সদস্যদের নিয়ে আয়োজন করবো। আমাদের উদ্দেশ্যে সবাইকে মাঠমুখী করা। আমাদের আরেকটি উদ্দেশ্যে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা। যত বেশি খেলামুখী করাযাবে মাদক ও অপরাধমূলক কার্যক্রম থেকে তারা দূরে থাকবে’।প্রধান অতিথির বক্তব্যে জেলাপ্রশাসক(ডিসি) মোস্তাইনবিল্লাহ বলেন, ‘তানভীর আহমেদ টিটু অত্যন্ত ভালো সংগঠক। ১৮ দিন আমার বয়স নারায়ণগঞ্জে। এর মধ্যেই আমি নারায়ণগঞ্জকে ভালো বেসে ফেলেছি। কারণ, আমাদের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর জায়গাগুলো অত্যন্ত স্মৃতিবিজরিত। আমিগর্বিত, নারায়ণগঞ্জের ওসমানপরিবারের বাড়ি থেকেই বাংলাদেশ আওয়ামীলীগের জন্ম হয়েছিল, বঙ্গবন্ধুর হাত ধরে। এখানে বঙ্গবন্ধু অনেকবার এসেছেন। আন্তজার্তিকভাবে নারায়ণগঞ্জের ইতিহাস, ঐতিহ্য আছে, এমন জায়গায় কাজকরতে এসে, আমি গর্বিত, ১৮ দিনেই আমি মুগ্ধ। আমি এইটুকু বলতে চাই, টোটাল নারায়ণগঞ্জের সদস্য হিসেবে আপনাদের সাথে মিলেএকটা স্টেপ এগিয়ে দিতে কাজকরতে চাই। প্রাক্তন, সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজন অন্য কোথাও হয় না। আমি স্যালুট জানাই যারা এই আয়োজন করেছে। আমরা বলতে চাই, বাংলাদেশ বিসিবি’রকাছে অনুরোধ করতে চাই, সারা দেশে ক্রিকেটার এসোসিয়েশন আছে। যারা দেশকে দিয়েছে তাদের জন্য কাজ করার। স্পোটর্স মানুষকে নতুন করে বাঁচার অনুপ্রেরণা জোগায়। নারায়ণগঞ্জের যারা স্পোটর্স ম্যান তারা অত্যন্ত উচুঁমানের। আমিএইটুকু বলতে চাই, জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ক্রিকেটার সংস্কৃতি সেবীর পাশে থাকতে চাই। টিটু সাহেবের কাছে বলতে চাই, যদি কোন খেলোয়াড় কোনকারণে অসহায় হয় আমাকে জানাবেন। যাতেকরে ভবিষ্যৎ এ আরওনতুন কিছু দিতেপারে। আমাদের স্মৃতি বিজড়িত নারায়নগঞ্জকে তুলেধরতে আমরা ফটোকনটেস্ট দিয়েছি। আপনারা অনলাইন, মোবাইল, ক্যামেরায় তুলেদিতে পারবেন। যেকোন ছবি যা আমাদের মুগ্ধ ও নারায়ণগঞ্জকে তুলেধরে। এই ছবিদিয়ে একটাএ্যালবাম প্রকাশিত হবে নামকরণ হবে‘নারায়ণগঞ্জ ফ্রেম’। টিটুসাহেবের আর সাফল্য কামনা করি এই আয়োজনের জন্য। আমি নিজেও খেলাধুলা করি। আমার শত ব্যস্ততার মাঝে আপনাদের ডাকে উপস্থিত হবো’।বক্তব্যে পর ডিসি প্রতিযোগীতার উদ্বোধন ঘোষণা করেন। এরপর বেলুন উড়ানোর মধ্য দিয়ে মাস্টার্স ক্রিকেট খেলা মাঠে গড়ায়। উদ্বোধনী খেলায় প্রাইমজিনস্বস্টার্স ও সেঞ্চুরি সোল অংশ নেয়, যেখানে টস জিতে ফ্লিডিংয়ের সিদ্ধান্ত নেয় প্রাইমজিনস্।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ক্রীড়া সংস্থার সহসভাপতি এজেডএমইসমাইলবাবুল, ফারুক বিন ইউসুফপাপ্পু, যুগ্ম সম্পাদক খোরশেদ আলমনাসির, কোষাধ্যক্ষ ও নীটকনসার্ণ এর কর্ণধার জাহাঙ্গীর হোসেন মোল্লা, ক্রীড়াসংস্থার সদস্য মাকসুদ উলআলম, জাহাঙ্গীর আলম, ফিরোজমাহমুদ সামা, ডা. রাকিবুলইসলামশ্যামল, ক্রীড়াসংগঠক ফারুক হোসেন সহ আরও অনেকে।অংশগ্রহণ কারী ৬টি দল হলো জেএইচএমডায়নামাইটস্, নারায়ণগঞ্জ ওয়ারিয়র্স, শীতলক্ষ্যা ভাইকিংস্, সেঞ্চুরি সোল, প্রাইমজিনস্বস্টার্স, সুপারহিরোজ অব নারায়ণগঞ্জ। প্লেট ও কাপদুইপর্বে এই প্রতিযোগিতা অনুষ্ঠিতহবে। প্রতিযোগীতার খেলাগুলো সামসুজ্জোহা ক্রীড়াকমপ্লেক্সে শুধুমাত্র শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com