Logo
HEL [tta_listen_btn]

না’গঞ্জবাসী সনাতন ধর্মের পাশে দাঁড়িয়েছেন -শামীম ওসমান

না’গঞ্জবাসী সনাতন ধর্মের পাশে দাঁড়িয়েছেন -শামীম ওসমান

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে দেবোত্তর সম্পতি আছে, যার মূল্য প্রায় ৪শ’ থেকে সাড়ে ৪শ’ কোটি টাকা। সেই সম্পদের মালিক নাকি ১৯৭৮ নারায়ণগঞ্জের একটি রাজনৈতিক পরিবার হয়েছিলেন। কিছুদিন আগেই প্রকাশ হয়েছে। এ নিয়ে নারায়ণগঞ্জের সনাতন ধর্মের মানুষরা প্রতিবাদ করেছে। আমি গর্বিত যে ‘এই ঘটনা কেউ দলীয়ভাবে দেখেনি’। উল্টো সব মানুষ এই সনাতন ধর্মের মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে ‘দলের মতে ভিন্ন মত’ শিরোনামের একটি টকশোতে এই কথা বলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। শামীম ওসমানের ভাষ্য, ‘মহানগর আওয়ামী লীগের ২৫ বছর ধরে সেক্রেটারি পদে থাকা এড. খোকন সাহা সেই জমি দখলের প্রতিবাদে বক্তব্য দেওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। বোমা হামলায় দুই পা উরে গেছে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দনশীলের। তার বিরুদ্ধেও মামলা দেয়া হয়েছে। আর জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আবু হাসনাত মোঃ শহীদ বাদলকে নির্যাতন করে মেরুদন্ড ভেঙ্গে ফেলা হয়েছিল। আমার বিরুদ্ধে মামলা করেছেন, আমি চুপ করে আছি। ওনাদের বিরুদ্ধেও মামলা করেছে, ওনাদের সাথে মানুষের সম্পর্ক খুবই আত্মিক। ওনারা যদি এ বিষয়ে জনগনের কাছে বলে, তাহলে লাখ লাখ মানুষ রাজপথে নেমে যাবে। শামীম ওসমান বলেন, আমরা এটা করতে পারি নি। কেননা সংগঠন একটা নিয়মের মধ্যে চলে। যিনি এই কাজগুলি করছেন ইনিই বলেছিলেন, দুই নেত্রী মিলে দেশকে ধ্বংশের দিকে নিয়ে যাচ্ছে। যখন কেউ এই ধরণের কথা বলে, আমি মনে করি দলের একশনে যাওয়া উচিত। খান মুহাম্মদ রুমেল সঞ্চালনায় টকশোতে আরও ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। প্রসঙ্গত, সম্প্রতি নগরীর জিউস পুকুর নামের একটি দেবোত্তর সম্পতি দখলের চেষ্টার অভিযোগ উঠে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পরিবারের বিরুদ্ধে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com