Logo
HEL [tta_listen_btn]

ঢাকায় ‘না’গঞ্জ ওয়ারিয়ার্স’ ক্রিকেটারদের মিলন মেলা

ঢাকায় ‘না’গঞ্জ ওয়ারিয়ার্স’ ক্রিকেটারদের মিলন মেলা

নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায় আগামী ১৮ থেকে ২১ ফেব্রুয়ারি কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে লেজেন্ডস চ্যাম্পিয়ন ট্রফি (এলসিটি)। বাংলাদেশের সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে ৬ দলের অংশগ্রহনে ওই আয়োজনের অন্যতম দল ‘নারায়ণগঞ্জ ওয়ারিয়ার্স’। বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ‘নারায়ণগঞ্জ ওয়ারিয়ার্স’ টিমের পক্ষ থেকে ‘ওয়ারিয়ার্স নাইট’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্রদের এক মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ ওয়ারিয়ার্স টিমটির ওর্নাস তানভীর আহম্মেদ টিটু (যিনি একই সাথে এ টিমের খেলোয়াড়) দলটির অন্যান্য সদস্যদের পরিচিত করে দেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের প্রদিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শফিকুল ইসলাম, টি স্পোর্টসের ইশতিয়াক, টুর্নামেন্টের অন্য ৫টি টিমের ওর্নাস যথাক্রমে- এক্সপো রেইডার্স এর মো. মিজান, বৈশাখী বেঙ্গল এর মিঃ আমজাদ, জা’দুবে স্টার্স এর মিঃ হাবিবি রত, জেমকন টাইটানসের এর মিঃ কাজী এনাম ও একেম স্ট্রাইকারস এর মিঃ ফাহিম।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ ওয়ারিয়র্স টিমের আইকন নাইমুর রহমান দুর্জয়, টিম মেন্টর আতহার আলি খান,টিমের খেলোয়াড় যথাক্রমে- শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, ফারুক আহমেদ, সাজু দত্ত, জাহাঙ্গীর আলম, জুয়েল হোসেন মনা, তৌহিদ হোসেন শ্যামল, নাসির হোসেন, আশরাফুল খাঁন, মোহাম্মদ সাথীল, কামরুল পায়েল, রাজন ভুইয়া, সোহেল হোসেন পাপ্পু।  পরিচয় পর্বের পাশাপাশি অন্যান্য টিমের ওর্নাসরা নারায়ণগঞ্জ ওয়ারিয়ার্স টিমের সদস্যদের সাথে কুশল বিনিময় শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ নৈশভোজে অংশ নেন। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ ওয়ারিয়ার্স টিমের ওর্নাস বিশিষ্ট ক্রীড়া সংগঠক তানভীর আহম্মেদ টিটু সকলের উপস্থিতিতে কৃতজ্ঞতা প্রকাশ করে নিজ দলের সাফল্য কামনা করেন। সেই  সাথে লেজেন্ডস চ্যাম্পিয়ন ট্রফি (এলসিটি) আয়োজকদের ধন্যবাদ জানিয়ে প্রত্যাশা করেন, এমন উদ্যোগের ধারবাহিকতা বজায় থাকবে।  উল্লেখ্য, নারায়ণগঞ্জের জেলার গন্ডি পেরিয়ে জাতীয় টুর্নামেন্টে কোন টুর্নামেন্টে এই প্রথম নারায়ণগঞ্জের নিজস্ব একটি দল অংশ নিচ্ছে। নারায়ণগঞ্জের টিম ‘নারায়ণগঞ্জ ওয়ারিয়ার্স’ এর ওর্নাস তানভীর আহমেদ টিটু নিজেও একজন খেলোয়াড়। তিনি একজন দক্ষ সংগঠকও। বর্তমানে তিনি একই সাথে নারায়ণগঞ্জ জেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি, নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি ও নারায়ণগঞ্জ মস্টার্স ক্রিকেট এর সভাপতি। বাংলাদেশে নতুন নিয়মের ক্রিকেট ‘লেজেন্ডস চ্যাম্পিয়ন ট্রফি (এলসিটি)’ ১০ ওভার ১০ বলের এই টুর্নামেন্টের সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এলসিটি টেন ডট টেনের আয়োজক এসিআই ও ক্রিকবল। টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতায় আছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক সুবরা সিস্টেমস লিমিটেড। টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস। বাংলাদেশ জাতীয় দল কিংবা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলা প্রায় ১২০ লেজেন্ড ক্রিকেটার টুর্নামেন্টের জন্য নাম নিবন্ধন করেছেন। আইকন ও মেন্টর মিলে প্রতিটি দলে ১৬জন করে ক্রিকেটার রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com