Logo
HEL [tta_listen_btn]

একজনের বিরুদ্ধে হিন্দু-মুসলমান ক্ষেপছে -আরজিয়ান ও সমান চ্যালেঞ্জ কাপের ফাইনাল খেলায় শামীমওসমান

একজনের বিরুদ্ধে হিন্দু-মুসলমান ক্ষেপছে -আরজিয়ান ও সমান চ্যালেঞ্জ কাপের ফাইনাল খেলায় শামীমওসমান

নিজস্ব সংবাদদাতা:
আরজিয়ান ও সমান চ্যালেঞ্জ কাপফুটবল টুর্নামেন্টের ফাইনলাম খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১২ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লার ওসমানী পৌর স্টেডিয়ামে এ আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়াসংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু’র সভাপতিত্বে ও ইসদাইর সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মোঃছিদ্দিকুর রহমানের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীমওসমান উপস্থিত ছিলেন। ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় বন্ধন ফুটবল কোচিং সেন্টার ও সিরাউদ্দৌলা ক্লাবের মধ্যে। খেলায় বন্ধন ফুটবল কোচিং সেন্টারকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় বন্দরের সিরাউদ্দৌলা ক্লাব।  প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীমওসমান বলেন, ‘তিন, চারদিন যাবত একই মানুষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আজকে নারায়ণগঞ্জ শহরে দেখলাম হুজুররা ক্ষেপছে। আরেক দিন দেখি হিন্দুরা ক্ষেপছে। এখন যদি আমিও কিছুবলি, তাহলে জিনিসটা খারাপ দেখায়। সবই ঠিকইহয়ে যাবে ইনশাআল্লাহ। হাতে কয়েকটা দিন সময় আছে।অবশ্যই একদিন সুন্দর হবে সবকিছু’ ফুটবলটুর্নামেন্টের ফাইনালে বন্দরের সিরাউদ্দৌলাক্লাব’র জয় এবং আয়োজন প্রসঙ্গে শামীমওসমান বলেন, ‘আজকের খেলা ট্রাইবেকার হবে আশা করেছি। কারণ, ট্রাইবেকার হলে মজা লাগে। আজকে বন্দরের যারা খেলেছেন তারা জিতেছেন। বন্দর জেতার কারণ আছে। এ কারণে বন্দর জিতেছে যে, সিরাউদ্দৌলা ক্লাব বন্দরে সেখানে আমার বাবার সিট ছিল। আমার নাতির বড় বাবার সিট বন্দর। আসলে ফুটবল ফুটবলই। এর উপর খেলা হয় না। সময় অল্পলাগে, কিন্তু খেলাটা খুব মজা লাগে। আগে একে বারেই বন্ধ হয়ে গিয়েছিল খেলা, টিটুকে ধন্যবাদ একটার পর একটা প্রত্যেকটা খেলা হচ্ছে এখন। আমরা কিছু পাচ্ছিলামনা। বর্তমানে একে এম সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স হয়েছে, খানসাহেব ওসমানআলী স্টেডিয়াম আছে’। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার সভাপতি সালমাওসমান লিপি ও রাইফেলক্লাবের খেলাধুলা বিষয়ক সম্পাদক ইমতিনান ওসমান অয়ন’উপস্থিত থাকার কথা থাকলেও তারা উপস্থিত ছিলেননা। সেই প্রসঙ্গে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বলেন, ‘আমার স্ত্রীকে দাদী বললে আরজিয়ানওসমান ক্ষেপে যায়। মম জিব লতে হয়। দাদী বললেনা কি বুড়াবুড়া লাগে। ওর দাদী ও আমার ছেলে অয়ন, দুজনই অসুস্থ। ভয় পাইছিলাম স্ত্রীর করোনা হলো নাকি, গতকাল টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। দোয়াকরবেন সবাই আমার স্ত্রীর জন্য, সামান্য জ্বর আছে। সবাই সবার জন্য দোয়া করবেন। আমার নাতির জন্য দোয়া করবেন, যাতে মানুষের মতো মানুষ হতে পারে। সৃষ্টিকর্তা আল্লাহকে খুশি ও মানুষের জন্য কাজ করতে পারে। মানুষ তোহাত পা হলেই মানুষ হয় না, মানুষের গুনের মধ্যেই মানুষ হয়। সেই গুনের মতো যাতে হতেপারে আরজিয়ান ওসমান সে জন্য দোয়া করবেন’। এমপি শামীমওসমান বলেন, ‘করোনা কমলে সব শ্রেণী পেশার মানুষ নিয়ে বসবো। ৯৮ থেকে শুরু করেছি কাজ। আমরা যখন শিশু মাতৃকল্যাণ সংস্থা  করি, তখন স্পটে প্রধানমন্ত্রীকে বলেছিলাম, নারায়ণগঞ্জে হাসপাতাল দেয়ার জন্য। আর পিসাহার আমাদের সম্পর্কের মাসি জয়ত্রী উনারা রাজি হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে সরকার পরিবর্তন হলো। বর্তমানে তারা মেডিক্যাল রিসার্চ ইন্সটিটিউট করছেন, পরশুদিন প্রধানমন্ত্রী ওপেনিং করবেন। আমি খুশি বাকি সব কাজও চলে এসেছে। আমাদের সরকারী মেডিক্যাল কলেজ দরকার। বিশ্ববিদ্যালয় চলে এসেছে। যে কাজএসেছে সেগুলো যাতে সঠিক ভাবে হয়। কে বিএনপি, কে আওয়ামীলীগ, কে জাতীয়পার্টি তানা দেখে, সবাই মিলে যদি এক সাথে বসতে পারি, নারায়ণগঞ্জ ঢাকার চেয়ে ইমপরটেন্ট শহরে পরিণত করতে পারবো’। দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীমওসমান বলেন, ‘একটা মানুষকে দরকারতার জন্য দোয়া করবেন, তিনি প্রধানমন্ত্রী শেখহাসিনা। চারদিকে নোংরা খেলা হচ্ছে, দেশকে ধ্বংস করার খেলা হচ্ছে। ক্ষমতার পরিবর্তনে নয়, দেশ ধ্বংসের খেলা হচ্ছে। আফগানিস্তানের মতো করতে চাইছে তারা। বিদেশ থেকে শতশত কোটিটাকা প্রবেশ করছে। এর মধ্যে আমাদের মধ্যে এবং দেশের বাহিরের লোকওআছে। আমারসময় হয়ে গেছে ৫-১০ বাঁচবো বয়স হয়ে যাবে। পরবর্তী জেনারেশন তাদের জন্য ভালো রাখতে হবে। দেশকে ঠেকিয়ে রাখার জন্য একজনকে লাগবে প্রধান মন্ত্রীকে। তিনি নিজের স্বপ্নকে জলাঞ্জলী দিয়ে বাবার স্বপ্ন বাস্তবায়ন করছেন’। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়াসংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটুবলেন, ‘আমরা সবসময় যানাই সেটির দিকে আমরা বেশি জোড় দিয়েছি। সেজন্য সবসময় সার্বিক সহযোগীতায় ওসমান পরিবারের দুই সংসদ সদস্যই সহযোগীতা করেছে। সাবেক উপমন্ত্রী আরিফ জয়কে তার কাছেও আমি কৃতজ্ঞ। এজন্য যে তাকে রিকুয়েস্ট করার ১ মাসের মধ্যে, উনি বাহিরের স্টেডিয়াম করে দিয়েছি। মন্ত্রীত্বে নাই কিন্তু জেলা ক্রীড়া সংস্থা আমরা আজীবন কৃতজ্ঞ তাদের প্রতি। আমরা মাননীয় প্রতিমন্ত্রীকাছে মাননীয়এমপি মহোদয়ের মাধ্যমে ইনডোর স্টেডিয়ামের জন্য যে দাবি করেছিলাম, সেই প্রেক্ষিতে গত তিনদিন আগে জাতীয় ক্রীড়াপরিষদ থেকে আমাকে ফোন দিয়েছিল। সেখানে মাননীয় এমপিমহোদয়ের সার্বক্ষণিক যোগাযোগ ছিল এবং এমপিমহোদয় প্রতিমন্ত্রীকে খুব করেবলেছিল বিধায়, ফোন দিয়ে আমাকে জানিয়েছে অতিজরুরি তালিকায় নারায়ণগঞ্জের ইনডোর স্টেডিয়াম দিয়েছেন, এবং অতিশীগ্রই ইনডোর স্টেডিয়ামের কার্যক্রম জাতীয় ক্রীড়াপরিষদের পক্ষ থেকে শুরু হবে। আমরা চাইছি পূর্ণাঙ্গ কমপ্লেক্স তৈরি করতে। যেখানে ফুটবল ক্রিকেটের সাথে যেন কনফ্লিক্ট নাকরে, ক্রিকেট ফুটবলের যেনকনফ্লিক্ট নাকরে, বলিবল খেলাহলে যেন কোন খেলাবন্ধ না করতে হয়। সর্বপরি কোন খেলা যেন অন্য খেলার জন্য ব্যাহত না হয়। সে লক্ষ্যে কমপ্লেক্স সাজাতে চাই। আমরা নারায়ণগঞ্জে খেলাধুলার আয়োজন করি, কিন্তু প্রচার হয় না। প্রচার ছাড়া আমাদের অর্জনগুলো পৌঁছানোর উপায় নেই আপনাদের ছাড়া’। অনুষ্ঠানে জেলা মানবাধিকার কাউন্সিলের চেয়ারম্যান ফয়েজউদ্দিন আহমেদ লাভলু, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্নিজাম, নীটকনসার্ণ গ্রুপের পরিচালক জাহাঙ্গীর আলম মোল্লাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com