Logo
HEL [tta_listen_btn]

জেলা বিএনপি’র– মানব বন্ধনে নেতৃবৃন্দের আহবান মুক্তিযোদ্ধারা রাস্তায় নেমে আসুন

জেলা বিএনপি’র– মানব বন্ধনে নেতৃবৃন্দের আহবান মুক্তিযোদ্ধারা রাস্তায় নেমে আসুন

নিজস্ব সংবাদদাতা:
বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি এবং বিএনপির অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। রোববার (১৪ ফেব্রুয়ারি) বেলা তিনটার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়েছে। এ সময় জিয়াউর রহমানের খেতাব বাতিল করার সিদ্ধান্ততে তারা তীব্র নিন্দা প্রকাশ করেন। সমাবেশে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এড. তৈমূর আলম খন্দকার, সদস্য সচিব মামুন মাহমুদ, জেলা যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদসহ আরো অনেকে। সমাবেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ বলেন, আমরা স্বাধীনতার ৫০ বছর পরও মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা দেখতে পাচ্ছি। জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র দেখছি। এই জালিম সরকার মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার জন্য স্বাধীনতার ঘোষকের পদক তারা কেড়ে নিতে চাচ্ছে। সমাবেশে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন আপনারা জানেন ১৯৭১ সালে যখন পাকিস্তানি হানাদার বাহীনিরা নিরিহ বাঙ্গালিদের উপর নির্মম অত্যাচার চালিয়েছিলো তখন দেশকে মুক্ত করার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। যারা জিয়াউর রহমানের খেতাব বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে তাদের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। জিয়ার খেতাব বাতিল করলে কোন মুক্তিযোদ্ধার সম্মান রইলো না। আমি মুক্তিযোদ্ধাদের প্রতি অনুরোধ করবো আপনারা প্রতিবাদের জন্য রাস্তায় নেমে আসুন, কারন মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে। সমাবেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এড. তৈমূর আলম খন্দকার বলেন, যারা এই দেশকে স্বাধীন করেছে আজ তাদেরই সম্মান নিয়ে খেলা করা হচ্ছে। জিয়াউর রহমানকে কে এই খেতাব দিয়ে ছিলো? তৎকালীন আওয়ামীলীগ সরকার। যে জিয়াউর রহমানকে খেতাব দিয়েছে তাকে শাস্তি দেয়া উচিত। আমি পরিস্কার ভাবে বলতে চাই বাংলাদেশে ১৮ কোটি মানুষের শরীরে রক্ত থাকা পর্যন্ত এ খেতাব ছিনিয়ে নেয়া যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com