Logo
HEL [tta_listen_btn]

আড়াইহাজারে যুবদল নেতার বাড়িতে হামলা, ভাংচুর মটর সাইকেলে আগুন

আড়াইহাজারে যুবদল নেতার বাড়িতে হামলা, ভাংচুর মটর সাইকেলে আগুন

নিজস্ব সংবাদদাতা:
আড়াইহাজারে থানা যুবদলের আহবায়ক জুয়েল আহমেদের বাড়িতে হামলা, ভাংচুরের ও মটর সাইকেলে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তিনটি মটর বাইক, বিএমডবলিউ ব্র্যান্ডের একটি প্রাইভেট কার ভাংচুর ও বাড়িতে হামলা চালিয়েছে বলে বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ গ্রুপের নেতাকর্মীরা অভিযোগ করেন। মঙ্গলবার বিকাল ৫টার দিকে আড়াইহাজার পৌরসভারধীন কৃঞ্চপুরা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতদের মধ্যে আড়াইহাজার সরকারি সফর আলী কলেজ শাখা যুগ্ম-আহবায়ক সাদ্দাম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলমগীর, আলী আকবর, স্বেচ্ছাসেবক দলের নেতা জাকির হোসেন ও ছাত্রদল নেতা ইয়াছিন। থানা যুবদলের আহবায়ক জুয়েল আহমেদ জানান, বিকাল ৩টার দিকে স্থানীয় খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেনের বাড়িতে দুস্থ্য এক কর্মীকে ঘরের টিন ও অর্থ সহয়তা দেয়ার কথা ছিল। সেখানে যাওয়ার আগেই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই বাড়িতে হামলা চালায়। এ খবর শোনে বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল আজাদ সেখানে না গিয়ে তার বাড়িতে অবস্থান নেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে তিনটি মটর বাইক পোড়িয়ে দেয় এবং কয়েকটি বাইক নিয়ে যায়। এ সময় আমার বাড়ির বিভিন্ন অংশে ভাংচুর চালায়। এদিকে নজরুল ইসলাম আজাদ বলেন, খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেনের বাড়িতে দুপুরের দিকে একজন দলীয় দুস্থ্য কর্মীকে ঘরের টিন ও অর্থ সহয়তা দেয়ার কথা ছিল। যথা সময়ে আমি নেতাকর্মী নিয়ে রওনা হই। কিন্তু সেখান থেকে খবর আসে ওই নেতার বাড়িতে হামলা চালানো হয়েছে। পরে আমি জুয়েলের বাড়িতে অবস্থান নেই। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ব্যবহারের ঢাকা মেট্রো-ম-০০-০৬৬৪ নাম্বারের (বিএমডবলিউ) ব্র্যান্ডের একটি প্রাইভেটকার সহ বেশ কিছু মটর বাইক ও থানা যুবদলের আহবায়ক জুয়েল আহমেদের বাড়িতে ভাংচুর করা হয়। তিনি আরও বলেন, ‘তারা বাড়ির গেট ভেঙে ফেলে। আমি একটি কক্ষে নেতাকর্মী নিয়ে বসা ছিলাম। নেতাকর্মীরা আমাকে নিরাপদে রাখেন। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন।’ এদিকে অভিয়োগ অস্বীকার করে ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, মটর সাইকেল রেখে রাস্তা বন্ধ করে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। পরে আমরা গাড়ী সরানোর কথা বললে তারা আমাদের গালাগাল দেয়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীদের উত্তেজনার সৃষ্টি হয়। তারা আরও বলেন, ‘তবে কারও গাড়ী বা বাড়িতে হামলার ঘটনা ঘটেনি। যদি হামলার কোনো ঘটনা ঘটে থাকে এটি তাদের বিএনপির দলীয় কোন্দলের বর্হিপ্রকাশ হতে পারে।’ স্থানীয় আওয়ামী লীগের এক নেতা নাম না প্রকাশের শর্তে বলেন, আজাদের সঙ্গে বিএনপির কিছু নেতাকর্মীর আর্থিক লেনদেনের দ্ব›েদ্বর জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, দুই দলের লোকজনের মধ্যে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়েছিল। তবে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com