Logo
HEL [tta_listen_btn]

আমার ‘দানবীর’ উপাধি জনগণের ভালোবাসার ফসল -এমপি সেলিম ওসমান

আমার ‘দানবীর’ উপাধি জনগণের ভালোবাসার ফসল -এমপি সেলিম ওসমান

নিজস্ব সংবাদদাতা:
এমপি একেএম সেলিম ওসমান বলেছেন, আমার ‘দানবীর’ উপাধি জনগণের ভালোবাসার ফসল।মেয়র হয়তো জানেন না যে আমি জনপ্রতিনিধি হওয়ার আগেই এই নগরের অনেক উন্নয়ন কাজের সঙ্গে যুক্ত। ওই সময় থেকেই নারায়ণগঞ্জের ব্যবসায়িরা আমার সঙ্গে উন্নয়ন কাজে সম্পৃক্ত থেকেছেন এবং এখনও আছেন। আর আমি সংসদ সদস্য হওয়ার পর নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা উন্নয়ন কাজে আরও বেশি করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এজন্য নারায়ণগঞ্জের ব্যবসায়িদের প্রতি আমার কৃতজ্ঞতা রইলো। “দানবীর” উপাধি জনগণ আমাকে ভালবেসে দিয়েছে। আমি কখনো বলিনি আমি দানবীর। রোববার (১৪ ফেব্রুয়ারি) মেয়র সেলিনা হায়াৎ আইভীর বক্তব্যের প্রতিক্রিয়ায়, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান এসব কথা বলেন। তিনি বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ব্যক্তিগতভাবে কত টাকা খরচ করে কী কী উন্নয়ন কাজ করেছি তার ফিরিস্তি আমার ট্যাক্স ফাইলে বিস্তারিত আছে। এর কোন ব্যাখ্যা আমি অন্য কারও কাছে বা সিটি করপোরেশনের কারও কাছে দেবো না। তবে সিটি করপোরেশনের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে মেয়রের কাছ থেকে আমি এ ধরণের বক্তব্য আশা করিনি। আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নারায়ণগঞ্জের উন্নয়ন ত্বরান্বিত করতে মেয়রের সঙ্গে এক টেবিলে বসতে আগ্রহ প্রকাশ করেছি। সেখানে নারায়ণগঞ্জের সব জনপ্রতিনিধিদের উপস্থিতি আমার কাম্য ছিল। সেলিম ওসমান বলেন, কারও সম্পর্কে সমালোচনা গঠন মূলক হলে ভাল হয়। কিন্তু মেয়র আমার উন্নয়ন নিয়ে খোঁচা দিয়েছেন। এখন আমরা যদি বলি, সিটি করপোরেশনের উন্নয়নের বেশির ভাগের অংশীদার জাইকা, বিশ্ব ব্যাংক, ইউএনডিপি। আসলে উন্নয়নটাই বড় কথা। আমার ভাল কাজে যদি কেউ সহায়তার হাত বাড়িয়ে দেয় তাহলে সেটি নিয়ে সমালোচনার কিছু নেই। তেমনি আমরাও বিদেশী দাতা সংস্থার অনুদানকে খাটো করে দেখতে পারি না। কারণ আমাদের মূল উদ্দেশ্য উন্নয়ন। তিনি আরও বলেন, উন্নয়নের স্বার্থে যেসব ব্যবসায়ি আমাকে সহায়তা করেছেন, আইভী আমাকে ছোট করতে গিয়ে পক্ষান্তরে ওইসব ব্যবসায়িকে ছোট করেছেন, যারা ৫ আসনের উন্নয়নে আমার অংশীদার। নারায়ণগঞ্জে এমন অনেক ব্যবসায়ী আছেন যারা এই শহরের উন্নয়নে কিছু করতে চান। কিন্তু একটি প্লাটফর্মের কারণে তারা কিছু করতে পারছিলেন না। আমি সেলিম ওসমান তাদের সেই প্লাটফর্ম তৈরী করে দিয়েছি। আমার সংসদীয় এলাকায় স্কুল, কলেজ, কবরস্থান, মাদ্রাসার উন্নয়ন করেছি। অসহায় আর দূরারোগ্য ব্যধিতে আক্রান্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র। আর এসব ভাল কাজে আমার সহযোগী হয়েছেন অনেক ব্যবসায়ি। তাদের প্রতি আমার স্যালুট। এটা যদি আমার দোষ হয় তাহলে সেই দোষ আমি মাথা পেতে নিবো। ‘দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ’ আমি সবাইকে নিয়ে ৫ আসনের উন্নয়ন করার চেষ্টা করেছি। যা দেশের আর কোন এলাকায় সম্ভব হয়নি।  এদিকে, গত শনিবার (১৩ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে মেয়র আইভী বলেছেন, অন্যের টাকা দান করে দানবীর হয়ে যান। ব্যবসায়ীদের টাকা দান করেন, দানবীর হয়ে যান। যেখানে আছেন সেখানে থাকেন। দানবীর আছেন দানবীর অবস্থায় থাকেন। মোল্লাদের নিয়ে, হিন্দুদের নিয়ে সাংস্কৃতিকর্মীদের নিয়ে এত বেশি বাড়াবাড়ি কইরেন না। আপানাদের তৌফিক দিক নাটক মঞ্চস্থ করার, আর আমাদের তৌফিক দিক জনগণকে নিয়ে সেই নাটক দেখার। বকিটা আপনাদের উপর।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com