Logo
HEL [tta_listen_btn]

কর্মফলই মানুষকে বাঁচিয়ে রাখে -লিপি ওসমান

কর্মফলই মানুষকে বাঁচিয়ে রাখে -লিপি ওসমান

বন্দর সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জ জেলা জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান ও এমপি শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি বলেছেন, মনুষত্ব পূঁজি করে ধর্মীয় বিশ্বাস নিয়ে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে। কোন প্রকার বাধা বিপত্তিকে মাথায় না রেখে দেশ ও জনকল্যাণে নিজেদের নিয়োজিত রাখতে হবে। মানুষ চিরদিন বেঁচে থাকবে না। শুধু থাকবে তার আমল বা কর্মফল। আপনি দেশ ও জাতির জন্য কিছু করে গেলে মৃত্যু’র পরও মানুষের হৃদয়ে থাকা যায়। ভাষা আন্দোলনে যারা অংশ গ্রহণ করেছিলেন তাদের সম্মানে যে সংবর্ধনার আয়োজন করা হয়েছে এটাই তার প্রমাণ। ভাল কর্ম যুগের পর যুগ তাকে বাঁচিয়ে রাখে।  শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বন্দর থানার ২৩ নং ওয়ার্ডস্থ হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কর্তৃক আয়োজিত ভাষা সৈনিকদের সবংর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠানে এমপি পত্নী লিপি ওসমান আরো বলেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। উন্নত বিশ্বে যেখানে করোনাকালীন সময়ে হিমশিম খেয়েছে সেখানে আমাদের দেশ এখনও সচল। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, বন্দর থানা কমিটির সভাপতি মুজাহিদ কবীর মৃধা পিয়াসের সভাপতিত্বে ও মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ন কবির মৃধার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন শাহ্, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, বন্দর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজিম উদ্দিন প্রধান,মহানগর সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, সাবেক মহিলা কাউন্সিলর ইশরাত জাহান খাঁন স্মৃতি, ধামগড় ইউপি চেয়ারম্যান মাসুম আহম্মেদ, ২৬ নং ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, মহানগর ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসনাত রহমান বিন্দু। সংবধর্ণা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেন, ২০ নং ওযার্ড আওয়ামীলীগ নেতা শহিদুল হাসান মৃধা, যুবলীগ নেতা ফারুক প্রধান, মহানগর ছাত্রলীগের সহ সভাপতি রাজু আহম্মেদ সুজন, রমজান মিয়া, আক্তার হোসেন, জিয়াবুল হাসান বাবু, শ্যামল মৃধাসহ ভাষা সৈনিকদের পরিবারের লোকজন ও দলীয় নেতাকর্মীরা।  শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, বন্দর থানা কমিটির সভাপতি মুজাহিদ কবীর মৃধা (পিয়াস)’র সভাপতিত্বে অনুষ্ঠানে । ৯ জন ভাষা সৈনিকদের সংবর্ধনা দেয়া হয়েছে। মরন্তর ৮ জন মফিজুল ইসলাম, হাজী আশেক আলী মৃধা, শফিউল্লাহ মৃধা, হাজী মোঃ হাসান, আহসান উল্লাহ মৃধা, ফুলমিয়া চৌধুরী, আলাউদ্দিন, ইউনুস খাঁন। আলহাজ্ব এম এ আসগরসহ ৯জন ভাষা সৈনিকদের সংবর্ধনা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com