Logo
HEL [tta_listen_btn]

না’গঞ্জে করোনায় ১ জনের মৃত্যু

না’গঞ্জে করোনায় ১ জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৮ বছরের এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ২১৯ জন।
শুক্রবার (১১ জুন) ভোর ৪ টার দিকে নারায়ণগঞ্জ কোভিড ডেডিকেটেড (খানপুর) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। জানা গেছে, নিহত ওই নারীর নাম মায়া হোসেন। সে ফতুল্লা থানার পঞ্চবটি এলাকার নিবাসী। পরে নিহতের পরিবারের আহবানে টিম খোরশেদ এর স্বেচ্ছা সেবকরা আইসিইউ থেকে মরহুমার মৃতদেহ মাসদাইর কবরাস্থানে নিয়ে গিয়ে গোসল শেষে পঞ্চবটি ডালডা মিলস কবরস্থানে দাফন সম্পূর্ণ করে। টিম খোরশেদের ২০৫তম দাফন। ২৪ ঘণ্টায় আরও ১১ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এই নিয়ে জেলায় মোট ১৩ হাজার ৪৪৬ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এ যাবৎ মোট ২শ’১৮ জনের মৃত্যু হয়েছে, তবে এই সংখ্যা বেসরকারী ভাবে আরো বেশী। নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে শুক্রবার (১১ জুন) সকালে এ তথ্য প্রকাশ করা হয়। ১০ জুন থেকে ১১ জুন সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ২৫০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে মোট ১ লাখ ১২ হাজার ৭শ’৮৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে এনসিসি এলাকায় ৩ জন, সদর উপজেলায় ১ জন, রূপগঞ্জ উপজেলায় ১ জন। তবে আড়াইহাজারে ও বন্দরে নতুন করে কেউ আক্রান্ত হয়নি। এছাড়া নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানাযায়, এনসিসি এলাকায় মারা গেছেন ১শ’ ১১জন ও আক্রান্ত ৫ হাজার ১শ’১২ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ৪২ জন ও আক্রান্ত ২ হাজার ৭শ’৬৩ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৮শ’৭৩ ও মারা গেছেন ৯ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৯শ’১০জন ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ১ হাজার ২৬২ জন ও মারা গেছেন ৩৮ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫শ’১৬জন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com