Logo
HEL [tta_listen_btn]

লকডাউন বাস্তবায়নে ছাড় নেই ইউএনও রুমন দে

লকডাউন বাস্তবায়নে ছাড় নেই ইউএনও রুমন দে

হোমনা সংবাদদাতা:
সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে কোন ছাড় দেয়া হবেনা বলে জানিয়েছেন কুমিল্লার হোমনা উপজেলার নির্বাহী অফিসার রুমন দে। তিনি বলেন, জনগণকে সচেতন করার জন্যে যা কিছু প্রয়োজন আমরা তাই করবো। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন ঢিলেঢালাভাবেই পার করেছে প্রথম দিন। কাঁচাবাজার খোলা থাকলেও শপিংমলগুলোর কেউ কেউ তাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে আড়ালে আবডালে ব্যবসা পরিচালনা করেছে। হোটেলগুলোও খোলা ছিল বরাবারের মতোই। পরিবহনের ক্ষেত্রে লকডাউনের শর্ত পুরোপুরি মেনে চলেছে কেবল দূরপাল্লার বাসগুলোই। স্ট্যান্ড থেকে কোনো বাস ছেড়ে যায়নি। রিক্সার পাশাপাশি পিকআপ, মিনি ট্রাক, সিএনজি, অটো চলাচল ছিল স্বাভাবিক। এছাড়া অতি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ বাইরে না বেরুনোর কথা বলা হলেও নানা অজুহাতেই ঘুরে বেরিয়েছে মানুষ। এসব ঠেকাতে হিমশিম খাচ্ছে প্রশাসনসহ আইনশৃঙ্খলাবাহিনী। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে বলেন, ’সরকারঘোষিত লকডাউন কার্যকর করতে প্রশাসনের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে উপজেলার রঘুনাথপুর, রামকৃষ্ণপুর, হোমনা সদরে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের নিয়ে তিনটি টিম কাজ করছে। ব্যবসায়ীদের এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিটি এলাকাতেই মাইকিং করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগনকেও বলা হয়েছে। রোগী পরিবহনের যানবাহন ছাড়া অন্য কোনো গণপরিবহন রাস্তায় বের না করার জন্য বাস ও সিএনজি মালিক সমিতির লোকজনকে বলে দেওয়া হয়েছে। মোবাইল কোর্টও পরিচালনা করা হচ্ছে, যা অব্যাহত থাকবে। এছাড়াও কর্মহীন হয়ে পড়া রিক্সা শ্রমিক, দিনমজুর, অতি দরিদ্র ও অসহায় মানুষের মাঝে প্রশাসনের পক্ষ থেকে মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় আড়াই হাজার খাবারের প্যাকেট বিতরণ করা হবে।’ এ ব্যাপারে বিকেলে বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্বপালনকালে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, ’করোনা সংক্রমণ প্রতিরোধে আইনশৃঙ্খলাবাহিনী সকাল ছয়টা থেকে কাজ করছে। সরকার ঘোষিত এই লকডাউন কার্যকর করতে হোমনা উপজেলাকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি। তিনটি মোবাইল টিম গঠন করেছি। প্রতিটি টিমে কনস্টেবলসহ একজন করে অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। আগামীকাল থেকে আরও কঠোর হবে পুলিশ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com