Logo
HEL [tta_listen_btn]

তল্লায় মসজিদে দোয়া মাহফিল

তল্লায় মসজিদে দোয়া মাহফিল

নিজস্ব সংবাদদাতা
তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনার ১ বছর উপলক্ষে হতাহতদের স্মরণে সভা, কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদ সংলগ্ন তাজমহল কমিউনিটি সেন্টারে স্মরণ সভা, কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুর বলেন, ১ বছর আগে এই দিনে এই মসজিদে বিস্ফোরণের ঘটনায় আমরা আমাদের ৩৪ জন ভাইকে হারাই। তাদের সকলের রুহের মাগফেরাত কামনা করছি। গত মাসের ২৯ তারিখ শর্ত সাপেক্ষে আমাদের মসজিদ খোলার অনুমতি দিয়েছে। অনুমতি পাওয়ার পর আমরা ৩০ তারিখে একটি মতবিনিময় সভা করি। সভায় সবাই মসজিদটি পুণনির্মাণের জন্যে বলছে। আমরা মসজিদটি পুণনির্মাণের জন্যে নারায়ণগঞ্জের দানবীর ব্যক্তিদেরসহ সবার সহযোগিতা চাই। বক্তব্য শেষে মসজিদ বিস্ফোরণের ঘটনায় হতাহতদের স্মরণে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে সবার মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। প্রসঙ্গত, গত বছরের ৪ সেপ্টেম্বর রাতে ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ অবস্থায় ৩৭ জনকে জাতীয় শেখ হাসিনা বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদের মধ্যে ৩৪ জন মারা যায়। এসময় মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জসীম উদ্দিন, ১১নং ওয়ার্ড যুবলীগ নেতা এবিএম রিয়েল হাসান, মসজিদ বিস্ফোরণে ঘটনায় নিহত মসজিদের ইমাম আব্দুল মালেক নেছারীর বড় ছেলে, নাইমুল ইসলাম, ছোট ছেলে ফাহিমুল ইসলাম, নিহত কুদ্দুস বেপারির ছেলে সুমন বেপারি, আহত আমজাদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com