Logo
HEL [tta_listen_btn]

কালিয়ায় শারদীয়া দুর্গাপূজা উপলক্ষ্যে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

কালিয়ায় শারদীয়া দুর্গাপূজা উপলক্ষ্যে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল :

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে হিন্দুধর্মাবলম্বীদের সবথেকে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা। উৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে কালিয়া থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর (সোমবার) বিকেলে কালিয়া থানা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসাঃ রোখসানা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকার, কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণ পদ ঘোষ, কালিয়া পৌর মেয়র মোঃ ওয়াহিদুজ্জামান হীরা, সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন, কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া, কালিয়া প্রেসক্লাবের সভাপতি মসিউল হক মিটু, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কমলাকি বিশ্বাসসহ উপজেলার সকল পূজা মন্দিরের সভাপতি -সাধারণ সম্পাদকগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কমলাকি বিশ্বাস জানান, কালিয়া থানা এলাকায় এবার ৮৮ টি পূজা মন্দিরে দূর্গা পূজা পালিত হচ্ছে। উৎসবটিকে নির্বিঘ্ন করতে থানা পুলিশের আয়োজনকে সাধুবাদ জানান তিনি। জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় জানান, জেলায় সর্বমোট ৬৪৮ মন্দিরে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা মোকাবেলায় আনসার বাহিনী, থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা পুলিশের সাথে সাদা পোশাকে স্পেশাল ফোর্স মন্দিরে মন্দিরে দায়িত্ব পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com