Logo
HEL [tta_listen_btn]

শামীম ওসমানের সাথে আদর্শগত দ্ব›দ্ব নেই ডা. আইভী

শামীম ওসমানের সাথে আদর্শগত দ্ব›দ্ব নেই ডা. আইভী

নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আওয়ামী লীগের মধ্যে কোন দ্ব›দ্ব নেই। নেতৃত্বের প্রতিযোগিতা আছে কিন্তু সেটা দ্ব›দ্ব নয়। শামীম ওসমানের সাথে নেতৃত্বের প্রতিযোগিতা আছে। আমিও আওয়ামী লীগ করি উনিও আওয়ামী লীগ করে। স্থানীয় অনেককিছু নিয়ে দ্বিমত থাকলেও আদর্শের দ্বিমত নেই। তিনি একজন সংসদ সদস্য, তিনি আমনিতেই ভোট চাইতে আসতে পারবেন না। যারা আসল আওয়ামী লীগার তারা সবাই মাঠে। তারা কারও বলার অপেক্ষায় থাকে না। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জের ১০নং ওয়ার্ড এলাকায় প্রচারনায় নেমে সাংবাদিকদের উদ্দেশ্যে একথা বলেন তিনি। আইভী বলেন, প্রতিপক্ষ নানা কথা বলবেই। আমি কী কাজ করেছি কী করিনি সেটা উনিও যখন যে ওয়ার্ডে যাচ্ছে বুঝতে পারছেন কিন্তু রাজনৈতিক কারনে তা বলতে পারছেন না। অথবা রাজনৈতিক প্রতিহিংসার কারনে তিনি বলছেন না। আমি আবারও বলি, উন্নয়ন লোক দেখানো হলে তার ১৩ নং ওয়ার্ডে এমন কোন রাস্তা দেখাক যে রাস্তায় ড্রেন হয়নি। তিনি যদি বলে আমি কাজ করিনি, তাহলে তার ভাই খোরশেদ কাউন্সিলর সে নিজেই ব্যর্থ। কারন তাকে আমি প্রায় দেড়শ কোটি টাকার মত কাজ দিয়েছি। প্রতিটা ওয়ার্ডে কাজ হয়েছে। উনি কেন দেখেনা আমি জানি না। তিনি বলেন, শহরে শেখ রাসেল পার্ক হচ্ছে। তার দৃষ্টিগোচর হয়েছে কীনা আমি জানি না। সিদ্ধিরগঞ্জের লেক ভরাট করে উনি রাস্তা বানাতে চায়। সিদ্ধিরগঞ্জবাসী কী অপরাধ করেছে আমি জানি না। এমন সুন্দর একটা জলাশয়কে সংরক্ষণ না করে সেটা ভরাট করে রাস্তা করতে চাচ্ছেন। উনি দেখেছেন রোডস এন্ড হাইওয়ের সাথে আমা প্রবলেম আছে। সমস্যা থাকতেই পারে, সেটা আমি সমাধানও করেছি। সমাধান করেই কাজ করছি। নারায়ণগঞ্জে ঘুরলেই দেখবেন কী পরিমান কাজ হয়েছে এবং কোথায় কাজ হয়নি। আমি যেহেতু অনেকদিন ধরে আছি উনি কিছুটা ক্রিটিসাইজ করতেই পারে। এটা দোষের কিছু না। ভোটাররা সেটা গ্রহন করছে কীনা সেটা দেখার বিষয়। তিনি যে মিথ্যা কথা গুলো বলছে সেটা ঠিক না। তিনি আরও বলেন, আওয়ামী লীগ একটা বিশাল দল। আওয়ামী লীগের মাথাব্যাথা না যে বিএনপি তার সাথে আছে কী নেই সেটা খোঁজ নেয়া। আমার নেতাকর্মীরা মাঠে ব্যস্ত ভোট চাইতে। কারন আমরা ভোটে বিশ্বাসী আমার লক্ষ্য ভোটার। কে কী প্রচার করল সেটা আমার দেখার বিষয় না৷ আওয়ামী লীগের তৃণমূল সবসময় আমার সাথে ছিল, এবারও আছে। নেতৃস্থানীয় সকল নেতারা আমার সাথে। মুক্তিযোদ্ধারাও সবসময় আমার পাশে ছিলেন। তিনি বলেন, জন্মসনদ যেহেতু নতুন সিস্টেম করা হয়েছে তাই কিছুটা সমস্যা রয়েছে। সমস্যাটা একটি সিদ্ধিরগঞ্জের ওদিক ছিল কিন্তু এখন ঠিক হয়ে গেছে। তবে জনগন সেবা থেকে বঞ্চিত হচ্ছেনা। ট্যাক্স বাড়ানোর ইস্যুটা সম্পূর্ণ স্ট্যান্টবাজি। জনগন গত পাঁচ বছর থেকে ট্যাক্স দিচ্ছে, আমি ট্যাক্স বাড়াইনি। আমি জয় বাংলা বলেছি সেটা নিয়ে তারা অপপ্রচার করতে চেয়েছে। তারা মসজিদ মন্দিরের জায়গা নিয়েও আমার বিরুদ্ধে অপপ্রচার হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com