Logo
HEL [tta_listen_btn]

সার্ভে রেজিস্ট্রেশনের নামে ঘুষ বাণিজ্য

সার্ভে রেজিস্ট্রেশনের নামে ঘুষ বাণিজ্য

নিজস্ব সংবাদদাতা
নিরাপদ নৌপথ চাই সংগঠনের সেক্রেটারী জেনারেল মো: সবুজ শিকদার বলেছেন, সারাদেশে সবচেয়ে কম খরচে পণ্য পরিবহন করা যায় নদীপথে। অথচ আজকে সেই নদীপথ ক্রমশই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। একের পর এক নিহতদের স্মজনদের কান্নায় পদ্মা নদীর তীরের আকাশ বাতাস ভারি হয়ে গেছে। কোন ধরনের সার্ভে রেজিস্ট্রেশন ছাড়া রুট পারমিট ছাড়া দক্ষ নৌ শ্রমিক ছাড়াই ফিটনেস বিহীন নৌযানগুলো বিআইডব্লিউটিএ নৌ প্রশাসনের সামনে দাবড়ে বেড়াচ্ছে। বর্তমানে বড় বড় নৌযানেও সার্ভে রেজিস্ট্রেশন নেই। সার্ভে রেজিস্ট্রেশনের নামে ঘুষ বাণিজ্য হচ্ছে। এমনকি নদীতে ডুবে থাকা নৌযানকেও সার্ভে রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে। আজকে ডিজি শিপিং বিআইডব্লিউটিএ’র দুর্নীতিবাজদের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। যেকোন দুর্ঘটনার পরে তদন্ত কমিটি গঠন করা হলেও তাদের রিপোর্ট আলোর মুখ দেখেনা। অর্থের বিনিময়ে অদক্ষ শ্রমিকদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। নদীগুলোর উভয় তীরে গড়ে ওঠা বিভিন্ন কলকারখানা, সিমেন্ট ফ্যাক্টরী, ডকইয়ার্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে এলোপাথারি জাহাজ বার্থিং (নোঙ্গর) করে রাখার কারণে নদীপথগুলো সংকীর্ন হয়ে ও নাব্যতা সঙ্কট দেখা দিচ্ছে। আজকে অবৈধ নৌযানগুলো সারাদেশে দাবড়ে বেড়াচ্ছে যেকারণে প্রাণহানি বেড়েই চলেছে। আজকে সকল নদীতে কয়েকশত স্পটে চাঁদাবাজি হচ্ছে। বিআইডব্লিউটিএ নৌ পুলিশ দেখেও না দেখার ভান করছে। বিআইডব্লিউটিএ থেকে ইজারা নিয়ে অবৈধভাবে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। আমরা নদীপথে হত্যাকান্ড, চাঁদাবাজি, দুর্ঘটনা দেখতে চাইনা। নিরাপদ নৌপথের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বৃহস্পতিবার ৬ জানুয়ারী বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবিসহ, লঞ্চে অগ্নিকান্ডে নিহতের ঘটনায় দোষীদের শাস্তির দাবিসহ নানা দাবিতে নারায়ণগঞ্জের ৫নং খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে নিরাপদ নৌ পথ চাই সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে এসকল কথা বলেন সবুজ শিকদার। মানববন্ধন থেকে সকল নৌ দুর্ঘটনার সঠিক তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের দাবি জানানোর পাশাপাশি নৌ দুর্ঘটনায় নিহতদের ১০ লাখ টাকা ক্ষতিপূরণের দাবি জানান বক্তারা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নিরাপদ নৌপথ চাই সংগঠনের নেতা কবির হোসেন, সাইফুল ইসলাম, জুয়েল প্রধান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com